সামাজিক যোগাযোগমাধ্যমে একটি নতুন ছবি ঘিরে ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন তরুণ গায়ক শেখ সাদী। ছবিতে দেখা যাচ্ছে, তিনি অন্তরঙ্গ ভঙ্গিতে রয়েছেন এক তরুণীর সঙ্গে। ক্যাপশনে লেখা: “শুভ জন্মদিন সুন্দরী চাঁদ রানি দাস।” উত্তরে সেই তরুণীও কম যান না। লিখেছেন, “ধন্যবাদ হ্যান্ডসাম।”
নেটিজেনদের কৌতূহল—এই নারী কে? পরীমণির সঙ্গে কি তাহলে সম্পর্কের ইতি ঘটেছে?
পেছনের প্রেক্ষাপট ঘেঁটে দেখা যায়, চলতি বছরের শুরুতে অভিনেত্রী পরীমণির হাতে ‘এস’ অক্ষর লেখা মেহেদির ছবি ঘিরে জল্পনা শুরু হয়। ইঙ্গিত ছিল স্পষ্ট—গায়ক শেখ সাদীর দিকেই। এরপর একাধিকবার দুজনকে ঘিরে সম্পর্কের গুঞ্জন উঠেছে শোবিজ মহলে।
তবে হঠাৎ করেই দুই তারকার ফেসবুক প্রোফাইল ব্যানার কালো হওয়া এবং পরীমণির পোস্টে ‘ব্ল্যাকমেলার’ শব্দটি জুড়ে দেওয়া ইঙ্গিত দেয় সম্পর্কে ফাটলের। একই ব্যাকগ্রাউন্ডে সাদীর পোস্ট করা তিনটি রহস্যজনক ডটও জনমনে প্রশ্ন তোলে। ফলত, তাদের ভক্তদের মধ্যেও ধারণা জন্ম নেয়—দুই তারকার পথ বোধহয় আলাদা।
নতুন ছবি ঘিরে সবচেয়ে বেশি আলোচনায় যিনি, সেই চাঁদ রানি দাস মূলত ভারতীয় একজন অভিনেত্রী, মডেল, মিউজিশিয়ান এবং উদ্যোক্তা। শেখ সাদীর সঙ্গে তার সখ্যতা কেবল বন্ধুত্বের? নাকি নতুন কোনো সম্পর্কের ইঙ্গিত?—সে প্রশ্ন ঘুরছে অনলাইনে।
তবে আরেকটি সূত্র বলছে, এই ছবি দু’টি আসলে একটি মিউজিক ভিডিওর দৃশ্য হতে পারে, যার শুটিংয়ে অংশ নিয়েছেন সাদী ও চাঁদ রানি দুজনেই। এমনটাই ধারণা করছেন সাদীর ঘনিষ্ঠ কয়েকজন সহকর্মী।
জনপ্রিয়তার পাশাপাশি শিল্পীদের জীবন প্রায়ই খোলস ছেড়ে জনচর্চায় চলে আসে। শেখ সাদীও ব্যতিক্রম নন। পরীমণির সঙ্গে গুঞ্জন থেকে শুরু করে চাঁদ রানির সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি—সবই যেন বারবার প্রমাণ করছে, সেলিব্রেটিদের জীবনের প্রতিটি বাঁক এখন নেটিজেনদের পর্যবেক্ষণে।
প্রেম, সম্পর্ক না কি শুধুই প্রজেক্ট—শেষ পর্যন্ত হয়তো সময়ই জানাবে শেখ সাদী ও চাঁদ রানির আসল সম্পর্কের গল্প।
Leave a Reply