আইপিএলের শীর্ষ চারের লড়াই এখন দারুণ জমজমাট। আজ রাতেই প্লে-অফের স্বপ্ন বাঁচিয়ে রাখতে মাঠে নামছে মোস্তাফিজুর রহমানের দিল্লি ক্যাপিটালস, প্রতিপক্ষে ঐতিহ্যবাহী শক্তিধর দল মুম্বাই ইন্ডিয়ান্স।
বুধবার (২১ মে), স্থানীয় সময় রাত ৮টায় শুরু হতে যাওয়া এই ম্যাচ দুই দলের জন্যই কার্যত ‘অলিখিত কোয়ার্টার ফাইনাল’। কারণ, জিতলেই টিকে থাকার সম্ভাবনা, আর হারলেই বিদায় নিশ্চিত।
পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে থাকা দিল্লি ক্যাপিটালস ১২ ম্যাচে সংগ্রহ করেছে ১৩ পয়েন্ট। অন্যদিকে, মুম্বাইয়ের অর্জন সমান ম্যাচে ১৪ পয়েন্ট। দুই দলেরই প্লে-অফে জায়গা করে নেওয়ার সুযোগ থাকলেও দিল্লির সামনে কোনো ভুলের সুযোগ নেই। বিশেষ করে গত ম্যাচে গুজরাটের কাছে হারের পর দিল্লির প্লে-অফ সম্ভাবনা অনেকটাই ঝুলে আছে সূক্ষ্ম সুতোয়।
মুম্বাইকে হারালেও শুধু জয়ই যথেষ্ট নয়; চোখ রাখতে হবে বাকি দলের ফলাফল ও নেট রান রেটের দিকেও। তবে হেরে গেলে এবারের আসর থেকেই বিদায় নিতে হবে মোস্তাফিজদের।
চলতি আসরে এখন পর্যন্ত মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমান। গুজরাটের বিপক্ষে সেই ম্যাচে তিনি ৩ ওভারে মাত্র ২৪ রান খরচ করে ছিলেন দলের সবচেয়ে কিপটে বোলার, যদিও উইকেট পাননি।
আজকের হাই-ভোল্টেজ ম্যাচে ফিজ একাদশে সুযোগ পেলে তার অভিজ্ঞতা এবং কাটার-বাউন্সার মিশ্রণে গড়া বোলিং আক্রমণ দিল্লির বড় অস্ত্র হতে পারে, বিশেষ করে মুম্বাইয়ের তারকায় ভরপুর ব্যাটিং লাইনআপের বিপক্ষে।
নজর রাখুন আজকের এই টানটান উত্তেজনার ম্যাচে—কারা টিকবে প্লে-অফে, আর কারা ছিটকে যাবে মৌসুমের দৌড় থেকে?
Leave a Reply