ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ঐতিহ্যবাহী সাতটি সরকারি কলেজে অবশেষে অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াসকে এই সাত কলেজের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়ে আনুষ্ঠানিকভাবে ওই প্রশাসনের সূচনা করেছে শিক্ষা মন্ত্রণালয়।
রোববার (১৮ মে) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঢাকার সাত সরকারি কলেজ নিয়ে প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ প্রতিষ্ঠার কার্যক্রমকে দ্রুত এগিয়ে নিতে অধ্যাপক এ কে এম ইলিয়াসকে প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হলো। তিনি ঢাকা কলেজের অধ্যক্ষের দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত এই দায়িত্ব পালন করবেন।
এছাড়া, প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, তিনি বিধি অনুযায়ী অতিরিক্ত দায়িত্ব ভাতা পাবেন এবং তার চুক্তির মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত বা সরকারের নতুন নির্দেশনা না আসা পর্যন্ত তিনি প্রশাসকের দায়িত্বে বহাল থাকবেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাতটি সরকারি কলেজ—ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং সরকারি বাঙলা কলেজ—দীর্ঘদিন ধরেই প্রশাসনিক জটিলতায় ভুগছিল। শিক্ষা ও একাডেমিক কার্যক্রমে সমন্বয়হীনতার অভিযোগও ছিল ব্যাপক। এই প্রেক্ষাপটে সাত কলেজকে কেন্দ্র করে আলাদা বিশ্ববিদ্যালয় গঠনের ভাবনা থেকেই গতি পেয়েছে প্রশাসন পুনর্গঠনের প্রক্রিয়া।
বিশ্লেষকরা বলছেন, এটি সাত কলেজের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদক্ষেপ। তারা আশা করছেন, অন্তর্বর্তী প্রশাসনের মাধ্যমে সমন্বিত শিক্ষানীতি প্রণয়ন, পরীক্ষার সময়মতো আয়োজন এবং শিক্ষার্থীদের ভোগান্তি কমানোর মতো বিষয়গুলো দ্রুত বাস্তবায়ন হবে।
এই নিয়োগের মাধ্যমে উচ্চশিক্ষার ভবিষ্যৎ কাঠামোতে সাত কলেজের অবস্থান নতুন করে সংজ্ঞায়িত হওয়ার সম্ভাবনা তৈরি হলো। এখন দেখার বিষয়, প্রশাসক হিসেবে অধ্যক্ষ ইলিয়াস কতটা দক্ষতার সঙ্গে এ দায়িত্ব পালন করে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের পথ সুগম করতে পারেন।
Leave a Reply