আলোচিত জুলাই সংঘর্ষ মামলায় আওয়ামীপন্থি ৬১ আইনজীবীর হাইকোর্টের দেওয়া জামিন স্থগিতই থাকছে বলে আদেশ দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সোমবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন। একইসঙ্গে জামিন সংক্রান্ত জারিকৃত রুল দুই সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশও দেওয়া হয়েছে।
এর আগে গত ২৯ এপ্রিল হাইকোর্টের দেওয়া জামিন আদেশ ৫ মে পর্যন্ত স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক। পরে বিষয়টি নিয়মিত বেঞ্চে পাঠানো হয়, যার আজ শুনানি হয় আপিল বিভাগে।
মামলার পটভূমিতে জানা যায়, গত ৬ এপ্রিল রাজধানীর আদালত প্রাঙ্গণে ‘জুলাই বিপ্লব’ ইস্যুতে সহিংস ঘটনার সময় সহকর্মীদের মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে আওয়ামী লীগপন্থি ৬১ জন আইনজীবীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন। পরে আসামিপক্ষ হাইকোর্টে জামিন আবেদন করলে আদালত জামিন মঞ্জুর করেন। সেই জামিন আদেশের বিরুদ্ধেই রাষ্ট্রপক্ষ আপিল করে।
আইন অঙ্গনের বিশ্লেষকরা বলছেন, এ মামলার প্রভাব দেশের বিচার বিভাগে আইনজীবীদের ভূমিকা ও রাজনৈতিক সংশ্লিষ্টতা ঘিরে একটি নতুন মাত্রা তৈরি করেছে। জামিন স্থগিত রাখার সিদ্ধান্তে স্পষ্ট হলো—এ ধরনের ঘটনায় বিচার বিভাগ কঠোর অবস্থান নিচ্ছে।
Leave a Reply