ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্করকে ঘিরে নতুন করে বিতর্কের ঝড় তুলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ‘অপারেশন সিন্দুর’-এ পাকিস্তানকে আগাম বার্তা দেওয়ার অভিযোগ তুলে তিনি জয়শঙ্করকে ভারতের নিরাপত্তার জন্য “প্রকৃত হুমকি” বলে আখ্যা দিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (পূর্বতন টুইটার) দেওয়া এক পোস্টে রাহুল দাবি করেন, অপারেশনের তথ্য আগেভাগে জানানোয় ভারত কয়টি যুদ্ধবিমান হারিয়েছে, তা পরিষ্কার করে বলতে হবে। তিনি মন্তব্য করেন, “এই ঘটনা নিছক অবহেলা নয়—এ এক প্রকার রাষ্ট্রীয় অপরাধ। পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের নীরবতাই প্রমাণ করে, তার মতো একজন মন্ত্রী জাতীয় নিরাপত্তার জন্য কতটা বিপজ্জনক হতে পারেন।”
যদিও রাহুলের এমন অভিযোগ সরাসরি অস্বীকার করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয় দাবি করেছে, এ ধরনের মন্তব্য ভিত্তিহীন ও দায়িত্বহীন, যা দেশের নিরাপত্তা ব্যবস্থাকে অকারণে প্রশ্নবিদ্ধ করে।
এদিকে, পানি ইস্যুতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “কেউ যেন পাকিস্তানের ২৪ কোটি মানুষের পানি বন্ধ করার দুঃসাহস না করে। এমন হলে বিশ্ব তার ভয়াবহ পরিণতি দেখবে এবং সেই যুদ্ধ একদিনের নয়—চলতে পারে বছরের পর বছর।”
এই ভূরাজনৈতিক উত্তেজনার মাঝেই তিন দিনের রাষ্ট্রীয় সফরে চীন গিয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। সফরে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপাক্ষিক এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে উচ্চপর্যায়ের বৈঠকের কথা রয়েছে।
চীন ইতোমধ্যেই কাশ্মীর হামলা ও ‘অপারেশন সিন্দুর’-এর প্রতিক্রিয়ায় পাকিস্তানের পাশে দাঁড়িয়ে দুই দেশের ‘আয়রন ব্রাদারহুড’ সম্পর্কের কথা পুনর্ব্যক্ত করেছে, যা দিল্লির জন্য এক কূটনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।
অন্যদিকে, পাকিস্তান থেকে ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি তুলে তা প্রকাশ্যে প্রদর্শন করছে ভারতীয় সেনাবাহিনী। অমৃতসরের গোল্ডেন টেম্পলে আয়োজিত প্রদর্শনীতে চীনা ও তুর্কি ড্রোন, এ-১০০ রকেট ও পিএল-১৫ ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ দেখানো হচ্ছে—যা সরাসরি ইসলামাবাদকে বার্তা দেওয়ার কৌশল হিসেবেও দেখা হচ্ছে।
এই মুহূর্তে ভারত-পাকিস্তান-চীন ত্রিপাক্ষিক উত্তেজনা কূটনৈতিক ও সামরিক—দুই পরিসরেই নতুন মাত্রা নিচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর এখন দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতির ওপর নিবদ্ধ।
Leave a Reply