দেশে বৈদেশিক আয়ের প্রবাহ আবারও ঊর্ধ্বমুখী। চলতি মে মাসের প্রথম ১৭ দিনেই দেশে এসেছে ১৬১ কোটি ৯০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৯ হাজার ৬৪২ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে হিসাব করলে)। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় ৯ কোটি ৪৭ লাখ ডলার।
রেমিট্যান্স প্রবাহের উৎস বিশ্লেষণে দেখা যায়, রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৯ কোটি ৩৩ লাখ ডলার। বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৫ কোটি ৯ লাখ ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে সবচেয়ে বেশি—৯৬ কোটি ২৭ লাখ ৬০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩১ লাখ ৩০ হাজার ডলার।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, মে মাসের ১১ থেকে ১৭ তারিখ পর্যন্ত দেশে এসেছে ৭০ কোটি ৬৬ লাখ ডলার রেমিট্যান্স। আর তার আগের সপ্তাহে, অর্থাৎ ৪ থেকে ১০ মে পর্যন্ত এসেছে ৮১ কোটি ৫৯ লাখ ৭০ হাজার ডলার। মাসের প্রথম তিন দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৮ কোটি ৭৫ লাখ ২০ হাজার ডলার।
উল্লেখযোগ্যভাবে, মার্চ মাসে দেশে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স এসেছে—৩২৮ কোটি ৯৯ লাখ ৮০ হাজার ডলার, যা দেশের ইতিহাসে এক মাসে প্রাপ্ত সর্বোচ্চ রেমিট্যান্স। এপ্রিলেও রেমিট্যান্স প্রবাহ ছিল চাঙা; ওই মাসে এসেছে ২৭৫ কোটি ১৯ লাখ ডলার, যা ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। এর আগের মাস ফেব্রুয়ারিতে এসেছিল ২৫২ কোটি ৭৬ লাখ ডলার এবং জানুয়ারিতে এসেছিল ২১৮ কোটি ৫২ লাখ ডলার।
এই ধারাবাহিক প্রবাহ প্রমাণ করে, দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদান আবারও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হচ্ছে। একইসঙ্গে এটি রিজার্ভ বৃদ্ধিতে সহায়ক হবে বলেও আশা করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা।
Leave a Reply