আইপিএলের গুরুত্বপূর্ণ বাঁকে এসে আজ গুজরাট টাইটানসের বিপক্ষে মুখোমুখি হচ্ছে দিল্লি ক্যাপিটালস। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে এই হাইভোল্টেজ ম্যাচে একাদশে জায়গা পেয়েছেন বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। টস হেরে আগে ব্যাটিং করছে দিল্লি ক্যাপিটালস, যেখানে এই ম্যাচের ফল তাদের প্লে-অফ ভাগ্য অনেকটাই নির্ধারণ করে দেবে।
বর্তমানে ১১ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে দিল্লি। আজকের ম্যাচে জয় পেলে তারা উঠে যাবে চতুর্থ স্থানে, যা তাদের প্লে-অফ সম্ভাবনা আরও জোরালো করবে। এমন সময়ে দলটিকে বোলিং আক্রমণে ভরসা দিতে এসেছেন মোস্তাফিজ, কারণ অস্ট্রেলিয়ান তারকা পেসার মিচেল স্টার্ক ইনজুরির কারণে দলে নেই।
দলীয় ভারসাম্য রক্ষা এবং অভিজ্ঞতা কাজে লাগাতে স্টার্কের বদলি হিসেবেই আজ মাঠে নামানো হয়েছে মোস্তাফিজকে। দিল্লির এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কেমন ফল দেয়, সেটাই এখন দেখার বিষয়। এদিকে, মোস্তাফিজের জন্য এটি হতে পারে নিজেকে নতুন করে প্রমাণের বড় সুযোগ, বিশেষ করে টুর্নামেন্টের এমন এক মোড় যখন প্রতিটি ম্যাচই কার্যত ‘অন্তিম লড়াই’।
Leave a Reply