বাংলাদেশের কয়েকটি অঞ্চলে আজ দুপুরের মধ্যেই ঝড়ো হাওয়া, বজ্রপাত ও বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে দেশের পাঁচ জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।
রোববার (১৮ মে) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা এক সতর্কবার্তায় জানানো হয়, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট জেলার উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে থাকতে পারে বজ্রপাত ও বৃষ্টি।
এজন্য সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে “১ নম্বর সতর্ক সংকেত” দেখাতে বলা হয়েছে।এদিকে আবহাওয়া অফিসের অপর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের কয়েকটি অঞ্চলে চলমান তাপপ্রবাহ আজ কিছুটা প্রশমিত হতে পারে। তবে পরবর্তী কয়েক দিন দেশের অধিকাংশ বিভাগেই দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি এবং বিদ্যুৎ চমকানোর আশঙ্কা রয়েছে। কোথাও কোথাও হতে পারে মাঝারি থেকে ভারি বর্ষণ।
মৌসুমের এই সময় সাধারণত পরিবর্তনশীল আবহাওয়া এবং হঠাৎ ঝড়-বৃষ্টির জন্য পরিচিত। তবে আবহাওয়ার এই বৈরিতা কৃষিকাজ, নদীযাত্রা ও জনজীবনে প্রভাব ফেলতে পারে। বিশেষ করে, নদীবন্দরগুলোতে চলাচলকারী যাত্রী ও পণ্যবাহী নৌযানকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা।
Leave a Reply