ইসরাইলের আকাশসীমায় ইয়েমেন থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী। হামলার পরপরই ইসরাইলের মধ্যাঞ্চলে সাইরেন বাজানো হয়, এবং সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে সাময়িকভাবে সব ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়।
ইসরাইলের সবচেয়ে ব্যস্ত ও গুরুত্বপূর্ণ এই বিমানবন্দরটি একপর্যায়ে কার্যত অচল হয়ে পড়ে। কতক্ষণ এ স্থগিতাদেশ কার্যকর থাকবে, তা স্পষ্টভাবে জানায়নি কর্তৃপক্ষ।
ইসরাইলি সেনাবাহিনী জানায়, রোববার সকালে ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি মাঝপথেই ধ্বংস করা হয়। তবে চ্যানেল ১২-এর বরাতে আরও জানা যায়, একটি অতিরিক্ত ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা হয়েছিল, যা ব্যর্থ হয়।
আরো পড়ুন: গাজায় ভোরবেলা ও ‘নিরাপদ অঞ্চল ‘ আল-মাওয়াসিত হামলায় ১১৪ জন নিহত ,চলছে ইসরাইল হামাস যুদ্ধবিরতি আলোচনা
এই ক্ষেপণাস্ত্র হামলা এমন এক সময়ে হলো, যখন ইসরাইল একদিন আগেই ইয়েমেনের হুতি-নিয়ন্ত্রিত হোদেইদা ও সালিফ বন্দরে ১৫টি যুদ্ধবিমান দিয়ে প্রায় ৩০টি বোমা বর্ষণ করে। হুতি-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ঐ হামলায় বেশ কয়েকজন বেসামরিক নাগরিক হতাহত হন।
হুতিরা স্পষ্ট করে জানায়, গাজায় ইসরাইলের ক্রমাগত ও বেপরোয়া হামলার প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে তারা এই পাল্টা হামলা চালিয়েছে।
এর আগেও চলতি মাসের শুরুতে হুতিদের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বেন গুরিয়নের সীমানায় আঘাত হানে, যেখানে একটি সড়ক এবং একটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছিল।
এই সাম্প্রতিক হামলা আবারও তুলে ধরছে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার বহুমাত্রিক প্রকৃতি, যেখানে গাজা, ইয়েমেন, ইরান এবং ইসরাইল—সব পক্ষই সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ছে।
Leave a Reply