কার্লো আনচেলত্তির ব্রাজিল অধ্যায় শুরু হওয়ার আগেই চলছে দল গোছানোর তোড়জোড়। রিয়াল মাদ্রিদের দায়িত্ব শেষ করেই আগামী ২৬ মে ব্রাজিল জাতীয় দলের কোচ হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিচ্ছেন এই ইতালিয়ান কিংবদন্তি। তবে সময় স্বল্পতার কারণে মাদ্রিদ থেকেই শুরু করেছেন দল পুনর্গঠনের প্রস্তুতি। আর সেই পরিকল্পনার কেন্দ্রে রয়েছেন তার এক সময়ের শিষ্য — কাকা।
ইএসপিএন ব্রাজিল জানিয়েছে, আনচেলত্তি চাইছেন তার সহকারী হিসেবে ব্রাজিলের সাবেক মিডফিল্ডার এবং ২০০৭ ব্যালন ডি’অর জয়ী কাকাকে। জানা গেছে, এই প্রস্তাব নিয়ে ইতোমধ্যেই কাকাকে ফোন করেছেন আনচেলত্তি। এসি মিলান যুগে এই দুজনের সম্পর্ক গড়ে উঠেছিল গভীর আস্থার ভিত্তিতে — সেই সম্পর্ককেই এবার জাতীয় দলে রূপ দিতে চান আনচেলত্তি।
বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচে দায়িত্ব নেওয়ার মাত্র দশ দিন পরই মাঠে নামবে ব্রাজিল। এত অল্প সময়ের মধ্যে দল গুছিয়ে নেওয়া বিশাল চ্যালেঞ্জ। তাই আনচেলত্তি এখন থেকেই ব্রাজিল দলের রূপরেখা ঠিক করতে শুরু করেছেন। কাকাকে কোচিং স্টাফে রাখার পেছনে একটি কৌশলগত দিকও রয়েছে — ব্রাজিলের ফুটবল সংস্কৃতি ও মানসিকতাকে ঘনিষ্ঠভাবে বোঝার জন্য একজন ‘ইনসাইডার’ দরকার, আর সেখানেই ফিট করেন কাকা।
শুধু কাকা নয়, অভিজ্ঞদের প্রতি আনচেলত্তির আস্থার বার্তাও পরিষ্কার। তিনি চাচ্ছেন রিয়াল মাদ্রিদের সাবেক মিডফিল্ডার ক্যাসেমিরোকে আবার ব্রাজিল স্কোয়াডে ফিরিয়ে আনতে। মাঝমাঠে অভিজ্ঞতা ও ভারসাম্য ফেরাতে এ পদক্ষেপ হতে পারে গুরুত্বপূর্ণ।
রিয়াল মাদ্রিদে আনচেলত্তির প্রধান সহকারী ছিলেন তার ছেলে দাভিদ আনচেলত্তি। তবে খবর রয়েছে, আগামী মৌসুমে তিনি যোগ দিতে পারেন স্কটিশ ক্লাব রেঞ্জার্সে, প্রধান কোচ হিসেবে। যদি তা বাস্তব হয়, তবে কাকাই হতে পারেন জাতীয় দলে আনচেলত্তির ডানহাত।
২০০২ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্য কাকা যদি কোচিং স্টাফে যোগ দেন, তবে আনচেলত্তির পরিকল্পনায় থাকবে এক নতুন মাত্রা। একজন আন্তর্জাতিকভাবে সম্মানিত কোচ এবং এক সময়ের মাঠের সেনসেশন মিলে ব্রাজিল দলে এনে দিতে পারেন নতুন প্রেরণা ও দৃষ্টিভঙ্গি।
Leave a Reply