দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে শুরু হলো বহুল প্রত্যাশিত কালুরঘাট রেল ও সড়ক সেতুর নির্মাণকাজ। বুধবার চট্টগ্রামের সার্কিট হাউসে এক অনাড়ম্বর অনুষ্ঠানে এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনুস। তবে এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর ফলকে নেই উদ্বোধনকারীর নাম — যা দেশজুড়ে সৃষ্টি করেছে এক ভিন্নধর্মী আলোচনার ঢেউ।
বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের তথ্যমতে, উর্ধ্বতন মহলের নির্দেশনা অনুযায়ী, এ প্রকল্পের স্মারক ফলকে কাউকে ব্যক্তিগতভাবে উল্লেখ না করেই তৈরি করা হয়েছে। ফলে প্রতিষ্ঠিত এক রীতির বাইরে গিয়ে প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে একটি দৃষ্টান্ত স্থাপন করা হলো — যেখানে কৃতিত্ব নয়, প্রাধান্য পেল জনকল্যাণ।
ভিত্তিপ্রস্তর স্থাপনের পর বক্তৃতায় প্রধান উপদেষ্টা বলেন,
“কালুরঘাট সেতুর সঙ্গে আমার ব্যক্তিগত অনেক স্মৃতি জড়িয়ে আছে। এই সেতু শুধু একটি অবকাঠামো নয়, এটি চট্টগ্রামবাসীর বহুদিনের প্রত্যাশা এবং একটি ঐতিহাসিক অধ্যায়। এটি বাস্তবায়ন হলে দক্ষিণ চট্টগ্রামের লাখো মানুষের দীর্ঘ দুর্ভোগের অবসান ঘটবে।”
স্মারক ফলকে নিজের নাম না থাকার বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য না করলেও, তার এই সিদ্ধান্ত সামাজিক মাধ্যমে রীতিমতো প্রশংসার জোয়ার বইয়ে দিয়েছে। “এই দেশটা কারো ব্যক্তিগত প্রচার মঞ্চ নয়” — এমন মন্তব্যে অনেকেই কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রতি।
রেলওয়ে পূর্বাঞ্চলের মহাপরিচালক মোহাম্মদ সুবক্তগিন জানান,
“উপদেষ্টা দপ্তর থেকে আমাদের স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছিল — স্মারক ফলকে কারো নাম না দিতে। সেই অনুসারে আমরা ফলক তৈরি করেছি। এটি দেশের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে এক ব্যতিক্রমী ও নৈতিক দৃষ্টান্ত হয়ে থাকবে।”
এর আগেও সন্দ্বীপে ফেরি সার্ভিস উদ্বোধনের সময় একই ধরনের পদক্ষেপ গ্রহণ করে প্রশংসিত হয়েছিল উপদেষ্টামণ্ডলী। তবে কালুরঘাট সেতুর মতো দেশের গুরুত্বপূর্ণ একটি প্রকল্পে এই পদক্ষেপ সত্যিই নজিরবিহীন বলেই মনে করছেন বিশ্লেষকরা।
চট্টগ্রামে দিনব্যাপী বেশ কয়েকটি উন্নয়ন কার্যক্রমে অংশ নেওয়ার পর, ড. ইউনুস সন্ধ্যায় ঢাকায় ফিরে যান। প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর এটি ছিল তার প্রথম চট্টগ্রাম সফর।
নাম নয়, কাজের মাধ্যমে ইতিহাসে জায়গা করে নেওয়ার যে নিরব ভাষা — তা এবার উচ্চারিত হলো একটি ফলকহীন ফলকে। কালুরঘাট সেতু শুধু দুই পাড়কে নয়, যুক্ত করলো দায়িত্বশীলতা ও নৈতিকতার দুই তীরও।
Leave a Reply