তুরস্ক ও পাকিস্তানের মধ্যকার দৃঢ় বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে “বিরল এবং প্রকৃত বন্ধুত্বের প্রতীক” হিসেবে আখ্যা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। বুধবার (১৪ মে) এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন, যা দুই মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের দীর্ঘদিনের কূটনৈতিক ঘনিষ্ঠতার আরেকটি প্রকাশ।
এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এক পোস্টে এরদোয়ান এবং তুরস্কের প্রতি কৃতজ্ঞতা জানান, দেশটির প্রতি অবিচল সমর্থনের জন্য। সেই পোস্ট পুনরায় শেয়ার করে প্রেসিডেন্ট এরদোয়ান দ্বিপাক্ষিক সম্পর্কের গভীরতা ও তাৎপর্যের ওপর আলোকপাত করেন।
এরদোয়ান লেখেন,
“আমরা পাকিস্তান রাষ্ট্রের বিচক্ষণতা এবং সংলাপ-ভিত্তিক নীতি মেনে চলার প্রশংসা করি, যা প্রতিটি সংকটের সমাধানে শান্তিপূর্ণ পুনর্মিলনের পথকে অগ্রাধিকার দেয়।”
তিনি আরও জানান, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় পাকিস্তানের অব্যাহত ভূমিকা তুরস্ক অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। একইসঙ্গে তিনি নিশ্চিত করেন, “ভালো কিংবা কঠিন সময়—তুরস্ক সবসময় পাকিস্তানের পাশে থাকবে।”
পোস্টের শেষাংশে প্রেসিডেন্ট এরদোয়ান আবেগঘন বার্তায় লেখেন:
“পাকিস্তান-তুর্কি দোস্তি জিন্দাবাদ।”
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক বৈশ্বিক অস্থিরতা এবং ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার মধ্যে এ ধরনের বার্তা মুসলিম বিশ্বে পারস্পরিক কূটনৈতিক আস্থা ও ঐক্যের প্রতিফলন, যা আগামী দিনে আঞ্চলিক ভারসাম্যে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
Leave a Reply