ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সামরিক ও কূটনৈতিক উত্তেজনার ঢেউ এবার আছড়ে পড়তে পারে আন্তর্জাতিক ক্রিকেটে। এরই মধ্যে আইপিএল এক সপ্তাহের জন্য স্থগিত হওয়ায় ভারতের আগস্টে নির্ধারিত বাংলাদেশ সফর অনিশ্চয়তার মুখে পড়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
সূত্র জানায়, নতুন আইপিএল সূচি তৈরির প্রয়োজন দেখা দেওয়ায় আগস্ট-সেপ্টেম্বর সময়সীমাকে বিকল্প ভেন্যু হিসেবে বিবেচনা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। অথচ এই সময়েই ভারতের বাংলাদেশে ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা রয়েছে।
বর্তমানে আইপিএল শেষ হওয়ার কথা ২৫ মে। কিন্তু এক সপ্তাহ পিছিয়ে যাওয়ায়, নির্ধারিত সময়ের মধ্যে টুর্নামেন্ট সম্পন্ন হওয়ার সম্ভাবনা কার্যত নেই। অন্যদিকে, জুনের প্রথম সপ্তাহেই ইংল্যান্ড সফরে রওনা হওয়ার কথা রয়েছে ভারতীয় দলের, যা আইপিএল ও আন্তর্জাতিক সূচির মধ্যে নতুন একটি সংঘাত তৈরি করেছে।
এই জটিলতা কাটিয়ে উঠতে বিসিসিআই হয়তো ইংল্যান্ড সফর শেষে আগস্ট-সেপ্টেম্বরকে আইপিএলের নতুন সময়সীমা হিসেবে নির্ধারণ করতে পারে। সে ক্ষেত্রে, ভারতের বাংলাদেশ সফর তো বাতিল হবেই, পাশাপাশি সেপ্টেম্বরে নির্ধারিত এশিয়া কাপেও অংশগ্রহণ না করার আশঙ্কা রয়েছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আকরাম খানও শঙ্কা প্রকাশ করেছেন ভারতের সফর নিয়ে। তিনি বলেন,
বাংলাদেশের পাকিস্তান সফর রয়েছে। ভারতেরও বাংলাদেশে আসার কথা। তার মধ্যে আবার এশিয়া কাপ আছে। সবকিছু মিলিয়ে যদি পরিস্থিতি শান্ত না হয়, তাহলে বিষয়টা খুবই কঠিন হয়ে দাঁড়াবে। আল্লাহ না করুক, পরিস্থিতি যেন আরও খারাপ না হয়।
উল্লেখ্য, এশিয়া কাপের সম্ভাব্য আয়োজক পাকিস্তান। ভারতের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় ইতোমধ্যে আঞ্চলিক ক্রিকেট রাজনীতিতে নতুন চাপ সৃষ্টি হয়েছে।
বিশ্লেষকদের মতে, ক্রীড়াঙ্গনে এই রাজনৈতিক উত্তাপের প্রতিফলন শুধু দুই দেশের দ্বিপাক্ষিক সিরিজেই নয়, আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোকেও প্রভাবিত করতে পারে। ফলে আইসিসি এবং এসিসির সামনে এই সংকট নিরসনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার চাপ বাড়ছে।
Leave a Reply