ভারতে জাতীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলার কারণ দেখিয়ে বাংলাদেশের সাতটিরও বেশি বেসরকারি টেলিভিশন চ্যানেলের ইউটিউব সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে। দেশটির সরকারের আনুষ্ঠানিক অনুরোধের ভিত্তিতে ইউটিউব কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেয় বলে জানা গেছে।
ব্লকড চ্যানেলগুলোর মধ্যে রয়েছে—যমুনা টিভি, একাত্তর টিভি, বাংলাভিশন, মোহনা টেলিভিশন, সময় টিভি, ডিবিসি নিউজ এবং এটিএন নিউজ। ভারতীয় দর্শকরা এখন আর এসব চ্যানেলের ইউটিউব কনটেন্ট দেখতে পাচ্ছেন না।
প্রযুক্তি ও ডিজিটাল নজরদারির ওপর কাজ করা গবেষণা প্রতিষ্ঠান ডিসমিসল্যাব প্রথম জানায়, শুক্রবার (৯ মে) প্রথম ধাপে চারটি চ্যানেলের সম্প্রচার বন্ধ করা হয়। প্রতিষ্ঠানটি জানায়, ভারতীয় ভৌগোলিক অবস্থান থেকে চ্যানেলগুলোতে প্রবেশের চেষ্টা করলে দেখা যায়, ইউটিউবের পক্ষ থেকে একটি বার্তা আসে:
“এই কনটেন্টটি বর্তমানে এই দেশে প্রবেশযোগ্য নয়। কারণ, এটি জাতীয় নিরাপত্তা বা জনশৃঙ্খলাসংক্রান্ত সরকারি আদেশের আওতায় রয়েছে।”
এর পরদিন, শনিবার (১০ মে) নিশ্চিত হওয়া যায়, অবশিষ্ট তিনটি চ্যানেলও ভারতে ব্লকড করা হয়েছে। সময় টিভির ভারতীয় প্রতিনিধি ও ইমেইলের মাধ্যমে চ্যানেল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।
ডিসমিসল্যাব আরও জানায়, সাম্প্রতিক ভারত-পাকিস্তান উত্তেজনার প্রেক্ষাপটে স্বাধীন সংবাদমাধ্যমের ওপর চাপ বাড়িয়েছে ভারত সরকার। এরই অংশ হিসেবে, ভারতের নিজস্ব স্বাধীন সংবাদমাধ্যম ‘দ্য ওয়্যার’-এর ওয়েবসাইট দেশটির অভ্যন্তরে ব্লক করা হয়েছে। এ নিয়ে দ্য ওয়্যার এক বিবৃতিতে বলেছে,
“এটি ভারতের সংবিধানে গণমাধ্যমের স্বাধীনতার স্পষ্ট লঙ্ঘন।”
উল্লেখযোগ্যভাবে, সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম এক্স (সাবেক টুইটার) ইতোমধ্যে জানায় যে, ভারত সরকার ৮,০০০-এর বেশি অ্যাকাউন্ট ব্লক করার নির্দেশ দিয়েছে, যার মধ্যে অনেক স্বাধীন সাংবাদিক, মিডিয়া এবং মানবাধিকারকর্মীর অ্যাকাউন্টও রয়েছে।
বিশ্লেষকদের মতে, দক্ষিণ এশিয়ায় ক্রমশই ডিজিটাল সেন্সরশিপ এবং আন্তঃদেশীয় মিডিয়া ব্লকিংয়ের ঘটনা উদ্বেগজনক মাত্রায় বাড়ছে—যা গণমাধ্যমের স্বাধীনতার ক্ষেত্রে ভবিষ্যতের জন্য একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।
Leave a Reply