বয়স তার কাছে শুধুই একটি সংখ্যা। ক্রিকেট বিশ্বে মহেন্দ্র সিং ধোনির নাম মানেই স্থিরতা, নেতৃত্ব, আর রেকর্ডের ধারা। চলতি আইপিএলে আরও একটি কীর্তির মালা যুক্ত করলেন ভারতের সাবেক এই অধিনায়ক। প্রথম উইকেটকিপার হিসেবে ছুঁলেন আইপিএলে ২০০ ডিসমিসালের বিরল মাইলফলক।
বুধবার (৭ মে) কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচে চেন্নাই সুপার কিংসের উইকেটের পেছনে দাঁড়িয়ে দুটি গুরুত্বপূর্ণ ডিসমিসালে ভূমিকা রাখেন ধোনি। আফগান স্পিনার নুর আহমাদের একটি ওভারে সুনীল নারিনকে স্টাম্পিং ও আঙ্কৃশ রাঘুভানশির ক্যাচ ধরেন তিনি। এই দুই ডিসমিসালের মাধ্যমেই ইতিহাসের পাতায় নিজের নাম আরও একবার সোনার অক্ষরে লিখে ফেললেন ধোনি।
২৭০ ম্যাচে খেলে এই রেকর্ড গড়েন তিনি। তার মোট ২০০ ডিসমিসালের মধ্যে রয়েছে ১৫৩টি ক্যাচ ও ৪৭টি স্টাম্পিং—যা আইপিএলের ইতিহাসে এককভাবে সর্বোচ্চ।
ধোনির নিকটতম প্রতিদ্বন্দ্বীও বেশ পিছিয়ে। দ্বিতীয় অবস্থানে থাকা দিনেশ
কার্তিকের নামের পাশে আছে ১৭৪ ডিসমিসাল। তৃতীয় স্থানে থাকা ঋদ্ধিমান সাহার ডিসমিসালের সংখ্যা ১১৩, যিনি ইতোমধ্যেই আইপিএল থেকে বিদায় নিয়েছেন। এখনও খেলছেন এমন ক্রিকেটারদের মধ্যে রিশভ পন্ত আছেন ধোনির পরে, যার নামের পাশে রয়েছে ১০০ ডিসমিসাল (১১২ ইনিংসে)।
ধোনির এই রেকর্ড স্পর্শের দিনে জয় পায় তার দল চেন্নাই সুপার কিংস। তবে মৌসুমটা ছিল তাদের জন্য হতাশার। ১২ ম্যাচ শেষে মাত্র ৬ পয়েন্ট নিয়ে তালিকার নিচের দিকেই অবস্থান করছে তারা, এবং প্লে-অফের সম্ভাবনাও ইতোমধ্যেই শেষ হয়ে গেছে।
তবুও, ধোনির এই ব্যক্তিগত অর্জন তার কিংবদন্তি ক্যারিয়ারে আরেকটি উজ্জ্বল পালক। দীর্ঘ ১৬ বছরের আইপিএল ইতিহাসে একমাত্র উইকেটরক্ষক হিসেবে ২০০ ডিসমিসাল করার নজির যেন ধোনিকে আরও একবার প্রমাণ করল—তিনি কেবল একজন ক্রিকেটার নন, তিনি এক জীবন্ত ইতিহাস।
Leave a Reply