1. admin@arshinagartv.com : admin :
  2. sobujhossain.asiantv@gmail.com : admin01 admin01 : admin01 admin01
  3. abclimited2020@gmail.com : hr@admin :
  4. kmsobuj.myreportjtv@gmail.com : kmsobuj.myreportjtv@gmail.com kmsobuj.myreportjtv@gmail.com : kmsobuj.myreportjtv@gmail.com kmsobuj.myreportjtv@gmail.com
মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০১:১৩ অপরাহ্ন

সোনারগাঁয়ে পাঁচ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, তিতাসের অভিযানে জব্দ বিপুল সরঞ্জাম

ডেস্ক রিপোর্ট
  • Update Time : বুধবার, ৭ মে, ২০২৫
  • ১৯ Time View

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় পাঁচ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। বুধবার (৭ মে) দুপুরে উপজেলার সাদিপুর, নয়াপুর ও কাঁঠালিয়াপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে একে একে বিচ্ছিন্ন করা হয় এসব সংযোগ। অভিযানে নেতৃত্ব দেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাছিবুর রহমান।

অভিযানে স্থানীয় তিনটি খাবার হোটেলসহ দুই কিলোমিটার এলাকায় বিস্তৃত প্রায় দুই শতাধিক বাড়ির অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় বিপুল পরিমাণ অবৈধ গ্যাস পাইপ, রাইজার ও বার্নার জব্দ করে কর্তৃপক্ষ।

তিতাসের প্রকৌশলী ও কর্মকর্তারা জানান, এসব সংযোগ অননুমোদিতভাবে বাণিজ্যিক ও আবাসিক ব্যবহারে নেওয়া হয়েছিল, যা দেশের জ্বালানি নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি।

অভিযানের অংশ হিসেবে অবৈধ সংযোগস্থলগুলো এক্সক্যাভেটরের মাধ্যমে সিলগালা ও স্থায়ীভাবে অপসারণ করা হয়। তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, এই অভিযান ছিল পূর্ব-ঘোষিত পরিকল্পনার অংশ এবং ভবিষ্যতে আরও কঠোর নজরদারির মাধ্যমে এ ধরনের সংযোগ নির্মূল করা হবে।

অভিযান চলাকালে উপস্থিত ছিলেন তিতাস গ্যাসের স্থানীয় ব্যবস্থাপকসহ অন্যান্য প্রকৌশলী ও কর্মকর্তা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও অভিযান চলাকালে তিতাসকে সহায়তা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট হাছিবুর রহমান বলেন,

“অবৈধ গ্যাস সংযোগ বন্ধে আমাদের অভিযান নিয়মিত ও অব্যাহত থাকবে। এ বিষয়ে শূন্য সহনশীলতা নীতিতে কাজ করছি। কাউকে ছাড় দেওয়া হবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss