পরপর দুই ম্যাচে দাপুটে জয়, এক ম্যাচ হাতে রেখেই নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে ওয়ানডে সিরিজ নিজেদের করে নিল বাংলাদেশ ‘এ’ দল।
প্রথম ম্যাচে ৭ উইকেটের সহজ জয়, আর দ্বিতীয় ম্যাচে ব্যাটে-বলে ছড়ি ঘুরিয়ে ৮৭ রানের বড় ব্যবধান—নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন দলটি যেন নিজেদের শ্রেষ্ঠত্বের ঘোষণা দিলো সিরিজেই।
বুধবার (৭ মে) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে আগে ব্যাট করে বাংলাদেশ তুলে তোলে ৫০ ওভারে ৫ উইকেটে ৩৪৪ রানের পাহাড়সম স্কোর। মূল কৃতিত্ব অধিনায়ক নুরুল হাসান সোহান ও ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কনের। দুজনের ব্যাটে গড়ে ওঠে ১৯০ বলে ২২৫ রানের চতুর্থ উইকেট জুটি—যা ম্যাচের রূপটাই পাল্টে দেয়।
সোহান খেলেন ১১২ রানের ঝলকানিময় ইনিংস (১০১ বলে, ৭ চার ও ৭ ছয়)। আর ইনিংস শেষের ২ বল আগে আউট হওয়ার আগে অঙ্কনের ব্যাট থেকে আসে ১০৫ রান (১০৮ বলে)।
বোলারদের জন্য কাজটা সহজ করে দেওয়া এই স্কোর ডিফেন্ড করতে গিয়ে স্বাগতিকরা যেন আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে।
নিউজিল্যান্ডের শুরুটা ভালোই ছিল—৫২ রানের উদ্বোধনী জুটি। তবে স্পিনার মোসাদ্দেক হোসেন সেই ছন্দ কাটিয়ে দেন। পরবর্তীতে তিনি ফেরান প্রতিপক্ষ অধিনায়ককেও, তুলে নেন গুরুত্বপূর্ণ ৩টি উইকেট।
ফিফটি তুলে নিয়ে কিছুটা লড়াই করেন ডেল ফিলিপস (৭৯), কিন্তু দলের ৯৯ রানে তিনি ফিরতেই ভেঙে পড়ে কিউইদের ব্যাটিং অর্ডার। শরিফুল, রাজা, তানভীর—সবাই উইকেট শিকার করে চাপ ধরে রাখেন।
অধিনায়ক সোহান যেমন নেতৃত্ব দিয়েছেন ব্যাটে, তেমনি বোলারদেরও সুস্পষ্ট কৌশলে পরিচালনা করে রেখেছেন নিয়ন্ত্রণ।
শেষ পর্যন্ত ৪৭তম ওভারে ২৫৭ রানে অলআউট হয়ে যায় সফরকারী নিউজিল্যান্ড ‘এ’।
আর এর মধ্য দিয়েই বাংলাদেশের ‘এ’ দলের হাতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত হয়।
সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি এখন কেবল আনুষ্ঠানিকতা—কিন্তু নিজেদের ফর্ম ও ছন্দ ধরে রাখতে সেটাও হতে পারে আরেকটি গুরুত্বপূর্ণ মঞ্চ।
Leave a Reply