সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বুধবার (৭ মে) নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিংয়ের শুরুতে কিছুটা চাপে থাকলেও শেষ পর্যন্ত মাহিদুল ইসলাম অঙ্কন ও অধিনায়ক নুরুল হাসান সোহানের জোড়া শতকে বড় সংগ্রহ গড়েছে বাংলাদেশ ‘এ’ দল। নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৪৪ রানের বিশাল স্কোর দাঁড় করায় তারা।
টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের শুরুটা ছিল কিছুটা দোদুল্যমান। ইনিংসের চতুর্থ ওভারেই ১০ বলে ৮ রান করে বিদায় নেন ওপেনার পারভেজ হোসেন ইমন। এরপর ওয়ান-ডাউনে নামা এনামুল হক বিজয় ও মোহাম্মদ নাঈম শেখ ৬৮ রানের কার্যকরী জুটি গড়ে ইনিংস মেরামতের চেষ্টা করেন। তবে ১৩তম ওভারে রানআউট হয়ে ৩৪ বলে ৩৯ রানে ফিরেন বিজয়। এর কিছুক্ষণ পরেই ৪১ বলে ৪০ রান করে সাজঘরে ফেরেন নাঈম।
তবে এরপর মাঠে নামেন মূল ব্যাটিং নাটকের নায়কদ্বয়—মাহিদুল ইসলাম অঙ্কন ও অধিনায়ক নুরুল হাসান সোহান। চতুর্থ উইকেটে ১৯০ বলে ২২৫ রানের জুটি গড়ে দলের ইনিংসকে এক ভিন্ন উচ্চতায় নিয়ে যান এই দুজন।
অঙ্কন তার ইনিংসে ১০৮ বলে ৭ চার ও ৫ ছয়ের সাহায্যে ১০৫ রান করেন, তাকে আউট করেন জাকারি ফকস। অন্যদিকে, অধিনায়ক সোহান ১০১ বলে সমান ৭টি করে চার-ছয়ে ১১২ রানের এক দুর্দান্ত ইনিংস খেলে আউট হন ক্রিস্টিয়ান ক্লার্কের বলে। তাদের এই জুটিই ছিল দিনের বড় হাইলাইট।
শেষদিকে মোসাদ্দেক হোসেন সৈকত (১৩*) ও শামীম হোসেন (১*) অপরাজিত থেকে স্কোরবোর্ডে কিছু রান যোগ করেন। কিউই বোলারদের মধ্যে ক্লার্ক সবচেয়ে সফল, তিনি ১০ ওভারে ৭১ রান দিয়ে শিকার করেন ২ উইকেট। ফকস ও আদিত্য অশোক নেন ১টি করে উইকেট।
সিরিজের প্রথম ম্যাচে সহজ জয়ের পর দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে এমন প্রভাবশালী পারফরম্যান্স নিশ্চিতভাবে সিরিজে আত্মবিশ্বাস জোগাবে টাইগার ‘এ’ শিবিরকে। এখন দেখার বিষয়, এই বিশাল লক্ষ্য রক্ষায় কেমন বল করেন বাংলাদেশের বোলাররা।
Leave a Reply