একটি করুণ পরাজয় কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের সেমিফাইনালে, আরেকটি লিগ ম্যাচে হার—টানা তিন হারের মুখোমুখি হতে যাচ্ছিল ইন্টার মায়ামি। তবে বড় মঞ্চে বড় তারকারা ফিরে আসেন ঠিক সময়েই। লিওনেল মেসির দাপুটে গোল আর সুয়ারেজের গোলখরা কাটানোর দিনে নিউইয়র্ক রেড বুলসকে ৪-১ ব্যবধানে হারিয়ে ফের জয়ের ছন্দে ফিরেছে ফ্লোরিডার ক্লাবটি।
শনিবার (৪ মে) রাতে ফোর্ট লডারডেলের চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই দেখা যায় ইন্টার মায়ামির আগ্রাসী মেজাজ। ম্যাচের ৯ মিনিটেই সুয়ারেজের অ্যাসিস্ট থেকে গোল করে লিড এনে দেন পিকল্ট। এরপর ৩০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ডিফেন্ডার মার্সেলো ওইনগাড।
প্রথমার্ধে প্রতিপক্ষের রক্ষণভাগকে নাস্তানাবুদ করে ৩৯ মিনিটে গোল করেন লুইস সুয়ারেজ, যেটি তার টানা ৯ ম্যাচের গোলখরা ভাঙে।
তবে বিরতির আগে নিউইয়র্ক রেড বুলসের হয়ে একমাত্র গোলটি করেন চুপো মটিং, যার ফলে প্রথমার্ধ শেষে স্কোরলাইন দাঁড়ায় ৩-১।
দ্বিতীয়ার্ধেও ইন্টার মায়ামি তাদের নিয়ন্ত্রণ ধরে রাখে। ৬৭ মিনিটে আসে ম্যাচের সবচেয়ে প্রতীক্ষিত মুহূর্ত—লিওনেল মেসির গোল। গোলের মুহূর্তে চেজ স্টেডিয়ামের গ্যালারি যেন বিস্ফোরিত হয় আনন্দে। গোলের পাশাপাশি ম্যাচে গুরুত্বপূর্ণ পাস এবং আক্রমণ গঠনে ছিলেন নির্ভরতার প্রতীক।
ইস্টার্ন কনফারেন্সে জোরালো অবস্থান
এই জয়ে মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সে ১০ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে ইন্টার মায়ামি।
শীর্ষে রয়েছে কলম্বাস ক্রু, যারা ১ ম্যাচ বেশি খেলে ২৪ পয়েন্ট অর্জন করেছে। সমান ১০ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ফিলাডেলফিয়া।
বড় মঞ্চে ফিরে আসার বার্তা
মেসি ও সুয়ারেজের জ্বলে ওঠা, তরুণদের পারফরম্যান্স, আর মাশচেরানোর পরিকল্পনায় বাস্তবায়ন—সব মিলিয়ে ইন্টার মায়ামি যেন হারের ধাক্কা থেকে ঘুরে দাঁড়ানোর একটি শক্ত বার্তাই দিয়ে রাখলো।
আগামী ম্যাচগুলোতে এই গতি ধরে রাখতে পারলে, ইস্টার্ন কনফারেন্সে শীর্ষস্থান দখল করাও অসম্ভব নয়।
Leave a Reply