বছরের অন্যতম প্রতীক্ষিত বক্সিং ম্যাচে রিংয়ে নামছেন কিংবদন্তি মেক্সিকান বক্সার সাউল “কানেলো” আলভারেজ। তার প্রতিপক্ষ, অপরাজিত প্রতিদ্বন্দ্বী উইলিয়াম স্কাল। লক্ষ্য একটাই—বিশ্বের নিরবচ্ছিন্ন (আনডিসপিউটেড) সুপার-মিডলওয়েট চ্যাম্পিয়নের মুকুট ছিনিয়ে নেওয়া।
“ফেটাল ফিউরি” শিরোনামে আয়োজন করা এই ফাইট নাইটে শুরু থেকেই থাকছে উত্তেজনার পারদ। প্রাক-ম্যাচ অনুষ্ঠান ও আন্ডারকার্ড লড়াই শুরু হবে রাত ১টা থেকে (২২:০০ GMT)। মূল লড়াইয়ের রিং ওয়াক শুরু হওয়ার সম্ভাব্য সময় সকাল ৬টা (০৩:০০ GMT)।
আন্ডারকার্ডের মধ্যেও নজর কাড়ছে ব্রুনো সুরাসে বনাম জাইমে মুনগুইয়ার রোমাঞ্চকর রিম্যাচ—যেটি ইতিমধ্যেই সমর্থকদের মধ্যে বিশেষ আগ্রহ তৈরি করেছে।
আলভারেজ যেখানে তার শ্রেষ্ঠত্বের প্রমাণ রাখতে চাইছেন, সেখানে স্কাল রিংয়ে ইতিহাস গড়তে প্রস্তুত। সবমিলিয়ে, সুপার-মিডলওয়েট বিভাগে একটি নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে এই রাতেই।
Leave a Reply