জম্মু ও কাশ্মীরের রামবান জেলায় পাহাড়ি সড়কে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ভারতীয় সেনাবাহিনীর তিন সদস্য। রবিবার (৪ মে) সকালে জম্মু-শ্রীনগর ৪৪ নম্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায় সেনাবাহিনীর একটি ট্রাক।
ভারতের সংবাদ সংস্থা পিটিআই-এর বরাতে এনডিটিভি জানায়, নিহত সেনাদের নাম অমিত কুমার, সুজিত কুমার ও মান বাহাদুর। তারা সবাই একটি সেনা কনভয়ের অংশ হিসেবে গন্তব্যে যাচ্ছিলেন।
দুর্ঘটনাস্থলটি ছিল ব্যাটারি চশমা নামক একটি দুর্গম এলাকায়, যেখানে গাড়িটি প্রায় ৭০০ ফুট গভীর খাদে পড়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, খাদে ছড়িয়ে ছিটিয়ে ছিল ট্রাকের ধ্বংসাবশেষ, সেনাদের ব্যক্তিগত জিনিসপত্র ও সেনা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ কাগজপত্র।
দুর্ঘটনার সময় সকাল ১১টা ৩০ মিনিট, একটি কনভয়ের অংশ হিসেবে সেনা ট্রাকটি গন্তব্যে যাচ্ছিল বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী।
দুর্ঘটনার পর পরই শুরু হয় উদ্ধার অভিযান। সেনাবাহিনী, জম্মু ও কাশ্মীর পুলিশ, রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী (এসডিআরএফ) এবং স্থানীয় স্বেচ্ছাসেবকরা যৌথভাবে উদ্ধার কাজে অংশ নেন। দুর্গম পাহাড়ি এলাকা ও গভীর খাদে পড়ার কারণে উদ্ধার কাজ জটিল হয়ে পড়ে।
এখনও অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।
পাহাড়ি রাস্তায় বাড়ছে দুর্ঘটনা, উদ্বিগ্ন কর্তৃপক্ষ
এ ধরনের প্রাণঘাতী দুর্ঘটনা জম্মু ও কাশ্মীরের দুর্গম ও ঝুঁকিপূর্ণ রুটগুলোর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আবারও প্রশ্ন তুলেছে। সাম্প্রতিক সময়ে আবহাওয়ার দ্রুত পরিবর্তন, রাস্তার খারাপ অবস্থা এবং পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা না থাকায় এ অঞ্চলে দুর্ঘটনার হার বেড়েই চলেছে।
পাহাড়ি পথে চলাচলরত সেনা কনভয়গুলোর জন্য আরও উন্নত রোড ম্যানেজমেন্ট ও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন নিরাপত্তা বিশ্লেষকরা।
Leave a Reply