ভারত ও যুক্তরাষ্ট্রের কৌশলগত অংশীদারত্বে নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে একটি সামরিক সরঞ্জাম ও লজিস্টিক সহায়তা চুক্তি। ১৩১ মিলিয়ন মার্কিন ডলারের সম্ভাব্য এই প্রতিরক্ষা চুক্তির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট, যা ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সামরিক সহযোগিতা ও নিরাপত্তা কাঠামোকে আরও দৃঢ় করবে।
ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস-এর বরাত দিয়ে জানা গেছে, মার্কিন প্রতিরক্ষা দপ্তরের অধীনস্থ ডিফেন্স সিকিউরিটি কোঅপারেশন এজেন্সি (DSCA) ইতিমধ্যে এই প্রস্তাবিত বিক্রয়ের জন্য প্রয়োজনীয় ছাড়পত্র দিয়েছে এবং মার্কিন কংগ্রেসকে আনুষ্ঠানিকভাবে অবহিত করেছে।
চুক্তিটি ফরেন মিলিটারি সেলস (FMS) পদ্ধতির অধীনে বাস্তবায়িত হবে এবং এটি ইন্দো-প্যাসিফিক মেরিটাইম ডোমেইন অ্যাওয়ারনেস (MDA) কর্মসূচির অংশ—যার লক্ষ্য আঞ্চলিক নিরাপত্তায় ভারত-যুক্তরাষ্ট্র যৌথ সক্ষমতা বৃদ্ধি করা।
বিশ্লেষকরা মনে করছেন, এই সামরিক সহায়তা শুধু একটি বাণিজ্যিক লেনদেন নয়, বরং এটি দুই দেশের প্রতিরক্ষা নীতির অভিন্ন দৃষ্টিভঙ্গিরই প্রতিফলন। বিশেষ করে দক্ষিণ চীন সাগরে বর্ধিত চীনা প্রভাব ও সামুদ্রিক উত্তেজনার প্রেক্ষাপটে এই উদ্যোগ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা।
DSCA-র বিবৃতিতে বলা হয়েছে, “এই সম্ভাব্য বিক্রয় যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক নীতির স্বার্থের সাথে সামঞ্জস্যপূর্ণ। এটি ভারতের মতো গুরুত্বপূর্ণ অংশীদার দেশের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করতে সহায়তা করবে।”
উল্লেখ্য, এই পদক্ষেপ ট্রাম্প প্রশাসন থেকে শুরু হওয়া সেই ধারাবাহিক প্রচেষ্টার অংশ, যার মাধ্যমে যুক্তরাষ্ট্র ভারতকে তাদের প্রতিরক্ষা খাতে আরও সক্রিয় ও আত্মনির্ভরশীল অংশীদার হিসেবে গড়ে তুলতে চেয়েছিল।
Leave a Reply