শাপলা চত্বরে ২০১৩ সালের ঘটনায় নিহতদের বিচারসহ চার দফা দাবিতে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। শনিবার (৩ মে) সকাল ৯টা থেকে শুরু হওয়া এই সমাবেশ চলবে দুপুর ১টা পর্যন্ত।
সমাবেশ শুরুর বহু আগেই, ভোর থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীদের ঢল নামে উদ্যানে। আয়োজকদের দাবি, ঢাকা, চট্টগ্রামসহ দেশের সব জেলা ও উপজেলা থেকে লাখো মানুষ এতে অংশ নিয়েছেন। চট্টগ্রাম অঞ্চল থেকেই অন্তত অর্ধলক্ষাধিক নেতাকর্মী যোগ দিয়েছেন বলে জানিয়েছেন হেফাজতের নেতারা।
সমাবেশস্থলে দাঁড়িয়ে একাধিক নেতাকর্মী জানান, চার দফা দাবির মধ্যে রয়েছে—
১. ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সংঘটিত ‘গণহত্যা’র বিচার,
২. সংবিধানে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহাল,
৩. কোরআন-সুন্নাহবিরোধী ‘নারীবিষয়ক সংস্কার কমিশন’ বাতিল,
৪. ফিলিস্তিন ও ভারতে মুসলিম নিপীড়ন বন্ধ এবং সরকারের আমলে হওয়া ‘মিথ্যা মামলা’ প্রত্যাহার।
এ সময় বক্তারা অভিযোগ করেন, “বর্তমান সরকারের সময়কালে গুম-খুন ও ধর্মীয় মূল্যবোধ উপেক্ষার ঘটনায় জনমনে গভীর ক্ষোভ বিরাজ করছে। এ অবস্থায় ইসলামপন্থীদের কণ্ঠ রোধ না করে তাদের দাবি শুনতে হবে।”
সোহরাওয়ার্দী উদ্যানের নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন ছিল। প্রশাসনের পক্ষ থেকে সমাবেশ চলাকালীন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানানো হয়।
Leave a Reply