বাংলাদেশের বেসরকারি মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পরিচালন কাঠামোতে আরও স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সভাপতির শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করেছে শিক্ষা মন্ত্রণালয়। এখন থেকে আলিম ও সমমান পর্যায়ের মাদ্রাসায় সভাপতি হতে হলে প্রার্থীর ন্যূনতম কামিল অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। দাখিল ও সমমান পর্যায়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে ফাজিল বা স্নাতক ডিগ্রি।
শিক্ষা মন্ত্রণালয়ের ২০২৪ সালের ৬ জানুয়ারির প্রজ্ঞাপনের আলোকে মাদ্রাসা শিক্ষা বোর্ড ২৮ এপ্রিল একটি ‘স্পষ্টীকরণ বিজ্ঞপ্তি’ জারি করেছে, যেখানে এই যোগ্যতার বিষয়টি পুনঃনিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রবিধান অনুযায়ী অ্যাডহক কমিটি গঠন অথবা গভর্নিং বডি পুনর্গঠনের সময় সভাপতির মনোনয়নে এই শিক্ষাগত যোগ্যতা আবশ্যিকভাবে বিবেচনায় নিতে হবে। বোর্ডের আওতাধীন সব মাদ্রাসার অধ্যক্ষ, সুপার এবং সংশ্লিষ্ট কমিটিগুলোকে এই নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।
শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, এই নতুন নিয়মের মাধ্যমে মাদ্রাসাগুলোর নেতৃত্বে একটি মানসম্পন্ন ও দক্ষ প্রশাসনিক কাঠামো গড়ে উঠবে, যা শিক্ষা কার্যক্রমের পাশাপাশি সার্বিক ব্যবস্থাপনাতেও ইতিবাচক পরিবর্তন আনবে।
Leave a Reply