শেষ মুহূর্তে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজ থেকে বাদ পড়েছেন বাংলাদেশ দলের অভিজ্ঞ পেসার মোস্তাফিজুর রহমান। নির্বাচকরা জানিয়েছেন, ডিপিএলের সুপার লিগে খেলার মাধ্যমে পর্যাপ্ত প্রস্তুতি হয়ে গেছে বলে তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। মোস্তাফিজের পরিবর্তে স্কোয়াডে যুক্ত হয়েছেন ডানহাতি পেসার খালেদ আহমেদ।
এই সিদ্ধান্ত এসেছে এমন এক সময়, যখন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথমবারের মতো অনুশীলনে নেমেছে বাংলাদেশ ‘এ’ দল। খেলোয়াড়দের মধ্যে বিশেষভাবে নজর কাড়েন শামিম হোসেন, নাইম শেখ ও নুরুল হাসান সোহান—যারা আবারো জাতীয় দলে জায়গা করে নিতে সিরিজটিকে দেখছেন বড় সুযোগ হিসেবে।
২০১৫ সালে আন্তর্জাতিক অঙ্গনে স্বপ্নের মতো সূচনা করেছিলেন মোস্তাফিজ। এক যুগ পার হলেও, সাম্প্রতিক সময়ে তার পারফরম্যান্সে দেখা যাচ্ছে ধারাবাহিকতার অভাব। বিশ্বব্যাপী ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতেও মোস্তাফিজের প্রতি আগ্রহ হ্রাস পেয়েছে। চলতি বছরের আইপিএল, পিএসএল বা অন্যান্য লিগে ছিলেন উপেক্ষিত।
টাইগারদের সর্বশেষ সাদা বলের সিরিজে (চ্যাম্পিয়ন্স ট্রফি) একাদশে জায়গা পাননি তিনি। তার পরও বাংলাদেশ জাতীয় দলের সাদা বল ইউনিটে ফেরার প্রস্তুতির সুযোগ ছিল ডিপিএলে। তবে, পেমেন্ট জটিলতার কারণে লিগ পর্বে অংশ নেননি তিনি। পরে সুপার লিগে মোহামেডানের হয়ে খেলেছেন পাঁচ ম্যাচ, করেছেন ২৮ ওভার বোলিং।
নির্বাচকরা শুরুতে প্রস্তুতি ঘাটতির কথা বললেও, হুট করে সিরিজ শুরুর মাত্র একদিন আগে মোস্তাফিজকে বাদ দেওয়ার ব্যাখ্যা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ডিপিএলের পারফরম্যান্স বিবেচনায় তিনি স্কোয়াডে থাকতে পারতেন—এই যুক্তি দিচ্ছেন অনেকেই। তাছাড়া, সিরিজের আগেই ডিপিএল শেষ হয়েছে, তবু সিদ্ধান্ত নিতে কেন এত দেরি—এই প্রশ্নও উঠছে।
এতসব বিতর্কের মাঝেই স্পষ্ট এক সত্য উঠে আসছে—মোস্তাফিজুর রহমান এখন চরমভাবে ‘ক্রসরোডে’। সীমিত ওভারের ক্রিকেটে নিজের জায়গা ধরে রাখতে হলে তাকে ফিরতে হবে আগের সেই ক্ষুরধার ফর্মে।
বাংলাদেশ ‘এ’ দলের অনুশীলনে দেখা গেছে উজ্জীবিত একটি দল। ফিল্ডিং ড্রিল থেকে শুরু করে ব্যাটিং নেটে ছিল পূর্ণ মনোযোগ। বিশেষ করে সোহান ও নাইম শেখ এই সিরিজকে দেখছেন জাতীয় দলে ফেরার চূড়ান্ত মঞ্চ হিসেবে। আগামী সোমবার সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ‘এ’ দল ও নিউজিল্যান্ড ‘এ’ দল।
Leave a Reply