মৌসুমের শুরুটা ছিল দুর্দান্ত, কিন্তু শেষটা হতাশাজনকই হলো ইন্টার মায়ামির জন্য। কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের সেমিফাইনালে ভ্যাঙ্কুভারের বিপক্ষে বড় ব্যবধানে হেরে বিদায় নিতে হলো লিওনেল মেসি ও লুইস সুয়ারেজদের দলকে।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১ মে) ভোর সাড়ে ৬টায় ঘরের মাঠে ভ্যাঙ্কুভারের কাছে ৩-১ গোলের পরাজয় বরণ করে ইন্টার মায়ামি। দুই লেগ মিলিয়ে ৫-১ ব্যবধানে হেরে টুর্নামেন্টের ফাইনালের দৌড় থেকে ছিটকে যায় তারা।
ম্যাচের শুরুটা ছিল আশাব্যঞ্জক। নবম মিনিটেই লুইস সুয়ারেজের অ্যাসিস্টে গোল করেন জর্দি আলবা, যা মায়ামিকে প্রথমার্ধে এগিয়ে রাখে। সেই মুহূর্তে একটি গোলই দুই লেগ মিলিয়ে সমতায় ফিরিয়ে আনতে পারতো দলটিকে।
কিন্তু দ্বিতীয়ার্ধে ছন্দপতন ঘটে। ৫১ মিনিটে ব্রায়ান ওয়াইটের গোলে সমতায় ফেরে ভ্যাঙ্কুভার। মাত্র দুই মিনিট পরেই পেদ্রো ভিতার গোলে এগিয়ে যায় তারা। এরপর মায়ামি একের পর এক আক্রমণে ব্যস্ত থাকলেও গোলের দেখা পায়নি। বরং ৭১ মিনিটে সেবাস্তিয়ান বারহাল্টার স্কোরশিটে নাম লেখান সাব্বির পাস থেকে।
বাকি সময় আর কোনো গোল না হলে ৩-১ গোলের জয় নিয়ে ফাইনালে পা রাখে ভ্যাঙ্কুভার। হতাশায় মাঠ ছাড়ে মেসি-সুয়ারেজদের ইন্টার মায়ামি।
উল্লেখযোগ্যভাবে, এই দিনেই এশিয়ান চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নেন ক্রিশ্চিয়ানো রোনালদোও। ফলে এক রাতেই মহাদেশীয় মঞ্চ থেকে ছিটকে পড়েন ফুটবলের দুই কিংবদন্তি।
Leave a Reply