কাশ্মীরের পহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। এই প্রেক্ষাপটে নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর টানা সাতদিন ধরে চলছে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে গোলাগুলি।
বুধবার (৩০ এপ্রিল) রাতেও কুপওয়ারা, উরি এবং আখনুর সেক্টরে ভারতীয় ও পাকিস্তানি বাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।
ভারতের প্রতিরক্ষা বিভাগের জনসংযোগ কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল সুনীল বর্টওয়াল জানান, পাকিস্তানি সেনারা বিনা উসকানিতে গুলিবর্ষণ শুরু করলে ভারতীয় বাহিনীও পাল্টা জবাব দেয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পহেলগাম হামলার পর থেকেই দুই দেশের মধ্যে কূটনৈতিক ও সামরিক উত্তেজনা দ্রুত বাড়তে থাকে। যদিও ভারত সরাসরি পাকিস্তানকে দোষারোপ করেনি, তবে প্রতিক্রিয়ায় পাকিস্তানিদের জন্য ভিসা বাতিল, কূটনীতিক বহিষ্কার এবং সিন্ধু নদ চুক্তি স্থগিতের মতো কড়া পদক্ষেপ নেয়।
জবাবে পাকিস্তানও ভারতের জন্য আকাশ ও স্থলসীমা বন্ধসহ একাধিক পাল্টা ব্যবস্থা গ্রহণ করেছে। মঙ্গলবারের মন্ত্রিসভা বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেনাবাহিনীকে ‘পূর্ণ স্বাধীনতা’ দেওয়ার কথাও জানিয়েছেন বলে সূত্রে জানা যায়।
সীমান্তে এ ধরনের দীর্ঘমেয়াদি গোলাগুলি দক্ষিণ এশিয়ার দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে উত্তেজনার নতুন মাত্রা যোগ করছে।
Leave a Reply