চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নে পাহাড় ধসে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (KEPZ) সংলগ্ন একটি পাহাড় ধসে পড়ে পাঁচ শিশু চাপা পড়ে। তারা স্থানীয় একটি মাঠে ফুটবল খেলছিল।
নিহতরা হলো রোহান (১২), পিতা মো. আব্দুর রহিম এবং মিসবাহ (১৩), পিতা ইমরান হোসেন। আহতদের মধ্যে রয়েছেন সিয়াম (১১), সিফাত (১০) এবং আরও একজন শিশু। প্রত্যক্ষদর্শীরা জানান, খেলার সময় পাশের পাহাড় থেকে আকস্মিকভাবে মাটি ধসে পড়ে। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. মাহতাব উদ্দিন চৌধুরী বলেন,
আহত অবস্থায় পাঁচ শিশুকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে দুজনকে মৃত ঘোষণা করা হয়েছে এবং বাকিদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে উন্নত চিকিৎসার জন্য।”
স্থানীয় বাসিন্দারা জানান, কেইপিজেডের আশপাশে দীর্ঘদিন ধরে পাহাড় কাটা চললেও তদারকির কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তাদের অভিযোগ, এই অনিয়ন্ত্রিত পাহাড় কাটার কারণেই পাহাড়টি দুর্বল হয়ে পড়েছিল এবং দুর্ঘটনাটি ঘটেছে।
একজন এলাকাবাসী বলেন, “আমরা বহুবার বলেছি—এইভাবে পাহাড় কাটলে বড় দুর্ঘটনা হবে। কিন্তু কেউ শোনেনি।”
এই মর্মান্তিক ঘটনায় এলাকাবাসী প্রশাসনের প্রতি কঠোর নজরদারি ও দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। তারা দাবি করেছেন, ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে অবিলম্বে পাহাড় কাটা বন্ধ এবং ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
Leave a Reply