নড়াইল জেলায় ৪ বছর বয়সী শিশু হৃত্তিকা বৈরাগীকে ধর্ষণের পর হত্যা করার দায়ে তার চাচাতো ভাই হৃদয় বৈরাগীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে ১০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শারমিন নিগার এ রায় ঘোষণা করেন। তবে রায় ঘোষণার সময় আসামি হৃদয় বৈরাগী আদালতে উপস্থিত ছিলেন না। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এস এম আব্দুল হক।
ঘটনার পেছনের তথ্য অনুযায়ী, ২০১৯ সালের ২৮ ডিসেম্বর দুপুরে শিশু হৃত্তিকা তার কাকা দিলীপ বৈরাগীর বাড়িতে খেলতে গিয়ে নিখোঁজ হয়। রাতেও বাড়ি না ফেরায় পরদিন দুপুরে তার মরদেহ বাড়ির পাশের পুকুরপাড়ে পাওয়া যায়।
পরে জানা যায়, হৃদয় বৈরাগী (২৪), যিনি নিহত শিশুর চাচাতো ভাই, ঘরে একা পেয়ে হৃত্তিকাকে ধর্ষণ করেন এবং পরে শ্বাসরোধে হত্যা করে মরদেহ ফেলে পালিয়ে যান।
এ ঘটনায় হৃত্তিকার বাবা দশরথ বৈরাগী বাদী হয়ে ৩০ ডিসেম্বর নড়াইল সদর থানায় হত্যা ও ধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের করেন। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে আদালত হৃদয়কে দোষী সাব্যস্ত করে রায় দেন।
Leave a Reply