কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ জঙ্গি হামলার পর ভারত-পাকিস্তান সম্পর্ক আরও সংকটময় হয়ে উঠেছে। এই হামলায় অন্তত ২৬ জন নিহত হওয়ার পর দুই দেশের মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তি স্থগিত হয়েছে এবং একে অপরের নাগরিকদের ভিসা বাতিল করা হয়েছে।
এই প্রেক্ষাপটে পাকিস্তানের সাবেক ক্রিকেট অধিনায়ক শহীদ আফ্রিদি ভারতের সরকার ও সেনাবাহিনীকে তীব্র সমালোচনা করেছেন। স্থানীয় গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে আফ্রিদি বলেন,
ভারত নিজের নাগরিকদের হত্যা করে, তারপর দোষ পাকিস্তানের ঘাড়ে চাপায়। পেহেলগামে এক ঘণ্টা ধরে হত্যাযজ্ঞ চললেও ঘটনাস্থলে ৮ লাখ ভারতীয় সেনার কাউকেই দেখা যায়নি। পরে তারা এসে সব দায় পাকিস্তানের ওপর চাপিয়েছে।
আফ্রিদি আরও বলেন, “কোনো দেশ বা ধর্ম সন্ত্রাসবাদকে সমর্থন করে না। ইসলাম শান্তির ধর্ম, আর পাকিস্তান কখনোই এ ধরনের নৃশংসতার পক্ষে ছিল না। বরং আমরা বরাবরই ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করেছি।”
ভারতের গণমাধ্যমের ভূমিকা নিয়েও আফ্রিদি তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, “হামলার এক ঘণ্টার মধ্যেই ভারতের মিডিয়া পুরো একটি বলিউড সিনেমার মতো কাহিনি সাজিয়ে ফেলল। খোদার জন্য, সবকিছু সিনেমার মতো দেখানোর চেষ্টা করবেন না। আমি দেখে বিস্মিত এবং কিছুটা বিনোদিতও হয়েছিলাম।”
পেহেলগাম হামলার পর ভারতের পক্ষ থেকে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে, পিএসএলের সম্প্রচার কাজে নিয়োজিত ১২ ভারতীয় টেকনিশিয়ান এবং একজন প্রযোজক পাকিস্তানে আটকা পড়েছেন।
Leave a Reply