বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতিতে সাধারণ মানুষ এখনো অন্তর্বর্তীকালীন সরকারকেই দেশের জন্য সর্বোত্তম সমাধান হিসেবে দেখছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
রোববার (২৭ এপ্রিল) আল জাজিরা তাদের ওয়েবসাইটে প্রকাশিত সাক্ষাৎকারে বিষয়টি তুলে ধরে। সাক্ষাৎকারের শিরোনাম ছিল, ‘Muhammad Yunus: Real Reform or Just a New Ruling Class in Bangladesh?’
সাক্ষাৎকারে আল জাজিরার পক্ষ থেকে ড. ইউনূসকে প্রশ্ন করা হয়,
শেখ হাসিনার পতনের পর যেই রাজনৈতিক ‘মধুচন্দ্রিমা’ শুরু হয়েছিল, তা কি এখন শেষের পথে? একইসঙ্গে রোহিঙ্গা সংকট ও রাজনৈতিক শূন্যতায় পুরনো ক্ষমতাধরদের প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়।
জবাবে ড. ইউনূস বলেন,
মধুচন্দ্রিমা শেষ হয়েছে কি না, সেটা বড় বিষয় নয়। গুরুত্বপূর্ণ হলো— দেশের জনগণ এখনো অন্তর্বর্তী সরকারকে একটি ভালো সমাধান হিসেবে দেখে। তারা এখনো সরাসরি সরকারের বিদায় দাবি করছে না। বরং, তারা চায় এই সরকার একটি অবাধ, নিরপেক্ষ নির্বাচন আয়োজন করুক। জনগণের মধ্যে দ্রুত ক্ষমতা হস্তান্তরের তাগিদ এখনও তেমনভাবে প্রকাশ পায়নি।
সাক্ষাৎকারে ড. ইউনূস রোহিঙ্গা সংকট, ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল কার্যক্রম এবং আসন্ন জাতীয় নির্বাচন সংক্রান্ত বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন।
Leave a Reply