নারায়ণগঞ্জ আদালতে সোমবার (২৮ এপ্রিল) চাঞ্চল্যকর এক ঘটনা ঘটে। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক রিমান্ড শুনানি শেষে এজলাস থেকে বের হওয়ার সময় বিক্ষুব্ধ জনতা ও বিএনপিপন্থি আইনজীবীদের হামলার শিকার হন। তাকে কিল-ঘুষি দিয়ে ধাওয়া করা হয় বলে জানা গেছে।
ওইদিন বিকেলে জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইনুদ্দিন কাদিরের আদালতে সিআইডি আনিসুল হকের সাত দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপরই আদালত প্রাঙ্গণে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দ্রুত সাবেক মন্ত্রীকে প্রিজন ভ্যানে তুলে জেলা কারাগারে পাঠায়।
এর আগে সকালে কঠোর নিরাপত্তার মধ্যে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে আনিসুল হককে নারায়ণগঞ্জে আনা হয়। আদালতে রিমান্ড শুনানির সময়ও আদালত চত্বরে নিরাপত্তা জোরদার ছিল।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান জানান, গত বছরের ৫ আগস্ট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় গুলিবিদ্ধ হয়ে মাদ্রাসাছাত্র হাফেজ সোলায়মান (১৯) নিহত হন। সোলায়মানের ভগ্নিপতি শামীম কবিরের দায়ের করা হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ ৫১ জনকে আসামি করা হয়েছে। এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, দীপু মনি, জুনায়েদ আহমেদ পলক এবং সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের নামও রয়েছে।
এ ঘটনায় আদালতপাড়া এখন থমথমে পরিবেশ বিরাজ করছে। নিরাপত্তা জোরদার করা হয়েছে পুরো এলাকায়।
Leave a Reply