পানিকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহারের বিরোধিতা করে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, তার দেশ যেকোনো মূল্যে নিজেদের পানির অধিকার রক্ষা করবে। শনিবার (২৬ এপ্রিল) ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোন আলাপে তিনি এ মন্তব্য করেন।
আলোচনার সময় শাহবাজ শরীফ সন্ত্রাসবাদ প্রসঙ্গেও কথা বলেন। তিনি জোর দিয়ে জানান, পাকিস্তান সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে এবং গত দুই দশক ধরে দেশটি নিজেই সন্ত্রাসবাদের সবচেয়ে বড় ভুক্তভোগী। হাজার হাজার মানুষের প্রাণহানি ও বিপুল আর্থিক ক্ষতির কথা উল্লেখ করে তিনি বলেন, ভারতের কাশ্মীরে পহেলগাম হামলার ঘটনায় পাকিস্তানের কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ সংশ্লিষ্টতা নেই।
পহেলগাম হামলায় নিরপেক্ষ তদন্তে পাকিস্তানের প্রস্তুতির কথা জানিয়ে শাহবাজ বলেন,
পাকিস্তান শান্তি চায় এবং যদি ইরান এই বিষয়ে কোনো মধ্যস্থতাকারী ভূমিকা রাখতে চায়, তাহলে ইসলামাবাদ তা স্বাগত জানাবে।”
কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, “
পাকিস্তান সবসময় কাশ্মীরিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের পক্ষে এবং জাতিসংঘের সংশ্লিষ্ট প্রস্তাবসমূহের ভিত্তিতে তাদের ন্যায্য দাবিকে সমর্থন করে যাবে।”
গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পহেলগামে এক সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন। এই ঘটনার পর পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসে মদদের অভিযোগ তুলে ১৯৬০ সালের সিন্ধু নদ পানি চুক্তি স্থগিত করার ঘোষণা দেয় ভারত। এর পর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে।
পানি ইস্যুতে হুঁশিয়ারি দিয়ে পাকিস্তান জানিয়েছে, সিন্ধু চুক্তি লঙ্ঘন করে পানি প্রবাহ আটকে দেয়ার যেকোনো চেষ্টা ‘যুদ্ধের ঘোষণার’ শামিল হবে। ইসলামাবাদ এ ধরনের পদক্ষেপের কঠোর জবাব দেবে বলে ইঙ্গিত দিয়েছে।
Leave a Reply