প্রথম টেস্টে বাংলাদেশের বিপক্ষে ঐতিহাসিক জয় তুলে নেওয়ার পর আত্মবিশ্বাসে ভাসছে জিম্বাবুয়ে। চার বছর পর সাদা পোশাকে জয় পাওয়ার আনন্দে তারা এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে। আগামীকাল (২৮ এপ্রিল) চট্টগ্রামে শুরু হবে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। এই ম্যাচেও প্রথম টেস্টের পরিকল্পনা ধরে রাখার কথা জানিয়েছেন জিম্বাবুয়ে অধিনায়ক ক্রেইগ আরভিন।
২০০১ সালের পর বাংলাদেশে আর কখনো টেস্ট সিরিজ জিততে পারেনি জিম্বাবুয়ে। ২৪ বছরের সেই খরা এবার ঘোচানোর সামনে দাঁড়িয়ে রোডেশিয়ানরা। তবে মাঠে নামার আগে সিরিজ জয় নিয়ে অতিরিক্ত চাপ নিতে চান না জিম্বাবুয়ে অধিনায়ক। সংবাদ সম্মেলনে ক্রেইগ আরভিন বলেন, “আমাদের লক্ষ্য হলো প্রক্রিয়ায় মনোযোগ দেওয়া। শুধু এগিয়ে থাকার কারণে বাড়তি চাপ নেওয়ার কোনো প্রয়োজন নেই। সিরিজ জিততেই হবে এমন মানসিকতা নিয়ে খেললে ভুলের আশঙ্কা বাড়ে।”
তিনি আরও বলেন, “প্রতিটি ধাপকে আলাদা করে মূল্যায়ন করতে হবে এবং নিজেদের পরিকল্পনায় অটুট থাকতে হবে। ফলাফল নিয়ে আগেভাগেই ভাবলে গেমপ্ল্যান থেকে বিচ্যুত হওয়ার আশঙ্কা থাকে।”
প্রথম ম্যাচ সিলেটে হলেও দ্বিতীয় ম্যাচ হবে চট্টগ্রামের ভিন্ন কন্ডিশনে। সে বিষয়টি মাথায় রেখে পরিকল্পনা সাজানোর ইঙ্গিত দেন আরভিন। তিনি বলেন, “চট্টগ্রামে উইকেট তুলনামূলক ধীরগতির মনে হচ্ছে। ম্যাচ যত এগোবে, স্পিনারদের ভূমিকা তত বাড়তে পারে। তাই কন্ডিশন বুঝে আমরা স্কোয়াড এবং কৌশল ঠিক করব।”
তিনি আরও যোগ করেন, “আমরা সিদ্ধান্ত নিতে একটু সময় নিতে চাই, যেন কন্ডিশন পুরোপুরি মূল্যায়ন করা যায় এবং সেরা কম্বিনেশন নির্বাচন করা সম্ভব হয়। কন্ডিশন বুঝে খেলাটাই টেস্ট জয়ের মূল চাবিকাঠি।”
Leave a Reply