পাকিস্তানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে অপ্রত্যাশিতভাবে নিজ দেশেই দুর্ঘটনাবশত বিমান হামলা চালিয়েছে ভারতের বিমান বাহিনী। শুক্রবার (২৫ এপ্রিল) মধ্যপ্রদেশের শিবপুর এলাকায় এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।
ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ভারতীয় বিমান বাহিনীর একটি জেট থেকে অসাবধানতাবশত একটি ভারী ধাতব বস্তু পড়ে যায় একটি বেসামরিক বাড়ির ওপর। এতে বাড়ির দুটি কক্ষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তবে সৌভাগ্যবশত, বাড়িতে থাকা চারজনের কেউ আহত হননি।
স্থানীয় পুলিশ জানায়, ভারী বস্তুটির আঘাতে বাড়ির উঠানে প্রায় ৮-১০ ফুট গভীর একটি গর্তের সৃষ্টি হয় এবং বিস্ফোরণের কম্পনে আশপাশের বাড়িগুলিও কেঁপে ওঠে। ঘটনার পরপরই পুলিশ ও প্রশাসনের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে।
ঘটনার পর ভারতীয় বিমান বাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি বিবৃতি দিয়ে দুঃখ প্রকাশ করে জানায়, “একটি অবিস্ফোরিত এরিয়াল স্টোর অসাবধানতাবশত ড্রপ হয়ে এই দুর্ঘটনা ঘটেছে।” বর্তমানে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে বিমান বাহিনী।
এই অস্বাভাবিক ঘটনার পর ভারতের নিরাপত্তা ব্যবস্থাপনা ও বিমান চলাচল নীতিমালা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।
Leave a Reply