প্রায় পৌনে দুই ঘণ্টা বন্ধ থাকার পর অবশেষে রাজধানীতে মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৬টা ৫০ মিনিট থেকে আবারও নিয়মিত চলাচল শুরু করে মেট্রোরেল।
এর আগে, বিকেল ৫টা ১০ মিনিটে বৈদ্যুতিক ত্রুটির কারণে হঠাৎ করে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। ফলে বিভিন্ন স্টেশনে অপেক্ষমাণ শত শত যাত্রী চরম ভোগান্তিতে পড়েন। নেটওয়ার্ক সমস্যার কারণে স্টেশনগুলোর টিকিট কাউন্টার বন্ধ রাখা হয় এবং যাত্রীরা স্টেশন থেকেও বের হতে পারেননি।
স্টেশনে অবস্থানরত কয়েকজন যাত্রী জানান, বিকেল সোয়া ৫টার দিকে শাহবাগ স্টেশনে ট্রেন হঠাৎ থেমে যায়, একই সময়ে আগারগাঁও স্টেশনেও একটি ট্রেন আটকে পড়ে।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্রে জানা গেছে, বিজয় সরণি সাবস্টেশনের বিদ্যুৎ সরবরাহে সমস্যা দেখা দেওয়ায় শাহবাগ থেকে শেওড়াপাড়া পর্যন্ত মেট্রোরেল চলাচল ব্যাহত হয়। যার প্রভাব পড়ে পুরো রুটের ওপর।
তবে নিরবিচ্ছিন্ন মেরামত কাজের পর দ্রুত সময়ের মধ্যে সমস্যার সমাধান করে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয় বলে জানিয়েছে ডিএমটিসিএল কর্তৃপক্ষ।
Leave a Reply