বাংলাদেশের ফুটবল একাডেমিগুলোর জন্য আসছে আশার আলো। এখন থেকে চুক্তিভিত্তিক কিংবা নিবন্ধিত খেলোয়াড়দের দলবদলের সময় অর্থ পাবে সংশ্লিষ্ট একাডেমিগুলো—এমনই প্রতিশ্রুতি দিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। রাজশাহীতে আয়োজিত আট বিভাগের একাডেমি কর্মকর্তাদের সঙ্গে এক কর্মশালায় এ ঘোষণা দেন তিনি।
তাবিথ আউয়াল জানান,
যেসব খেলোয়াড় বাফুফে স্বীকৃত একাডেমিতে নিবন্ধিত বা চুক্তিভুক্ত, তারা যখন কোনো ক্লাব বা লিগে স্থানান্তরিত হবে, তখন একাডেমিগুলো নির্দিষ্ট আর্থিক অনুদান পাবে।”
এশিয়ান কাপে অংশগ্রহণের লক্ষ্যে এবং ভবিষ্যতে বিশ্ব ফুটবলে বাংলাদেশের জায়গা করে নিতে হলে একাডেমিক কার্যক্রমের গুণগত মান নিশ্চিত করাই একমাত্র পথ বলে মনে করেন তিনি। শুধু একাডেমি থাকলেই হবে না, মানসম্মত কোচিং ও কারিকুলাম নিশ্চিত করাও জরুরি—এমন মন্তব্য করেন বাফুফে সভাপতি।
বর্তমানে বাফুফে দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে কোচদের বিভিন্ন ক্যাটাগরিতে প্রশিক্ষণ দিচ্ছে এবং তা দেশের বিভিন্ন অঞ্চলের একাডেমিগুলোতে কাজে লাগাতে চায়। এ লক্ষ্যে একটি মানসম্পন্ন ও নথিভুক্ত কারিকুলাম প্রণয়নের কাজ চলছে।
কর্মশালায় জানানো হয়, ২০২০ সাল থেকে শুরু হওয়া একাডেমি নিবন্ধন প্রক্রিয়ায় পাঁচ বছরের দীর্ঘ কাজ শেষে এক তারকা বিশিষ্ট ২৬৮টি এবং দুই তারকা বিশিষ্ট ১৭টি একাডেমি নিবন্ধন পেয়েছে। এছাড়া প্রযুক্তি, অবকাঠামো ও প্রশিক্ষণমূল্য সুবিধার ভিত্তিতে ২৮৫টি একাডেমিকে সনদ প্রদান করা হয়েছে।
তাবিথ আউয়াল আরও বলেন, “
বিশ্বকাপ খেলার স্বপ্ন আমাদের অনেকের, কিন্তু তার আগে দরকার শক্তিশালী পাইপলাইন। আর সেই পাইপলাইনের শুরুতেই রয়েছে একাডেমি। তাই এখনই সময় একাডেমিগুলোকে প্রাধান্য দিয়ে ভবিষ্যতের জন্য ভিত্তি গড়ে তোলার।”
Leave a Reply