ভারতের গুজরাট রাজ্যে এক হাজারেরও বেশি বাংলাদেশি নাগরিককে আটক করার দাবি করেছে রাজ্যটির কর্তৃপক্ষ। গুজরাটের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হর্ষ সাংভি জানান, বেআইনি অনুপ্রবেশ এবং ভুয়া নথিপত্র ব্যবহার করে বসবাসের অভিযোগে আহমেদাবাদ ও সুরাট শহরে অভিযান চালায় পুলিশ। গত শুক্রবার (২৫ এপ্রিল) রাতভর পরিচালিত এই অভিযানে তাদের আটক করা হয়।
স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, গুজরাট পুলিশের নেতৃত্বে স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি), ক্রাইম ব্রাঞ্চ ও অ্যান্টি-হিউম্যান ট্রাফিকিং ইউনিট (এএইচটিইউ) সমন্বয়ে অভিযানটি পরিচালিত হয়। এতে আহমেদাবাদ থেকে অন্তত ৮৯০ জন এবং সুরাট থেকে ১৩৪ জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে পুরুষ, নারী ও শিশুরাও রয়েছেন। এখনো দুই শহরের বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত রয়েছে।
মন্ত্রী হর্ষ সাংভি এই অভিযানকে গুজরাটে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ‘সবচেয়ে বড় অভিযান’ হিসেবে উল্লেখ করে বলেন, “এই অভিযানের মাধ্যমে ঐতিহাসিক সাফল্য অর্জিত হয়েছে।” তিনি আরও দাবি করেন, ভুয়া কাগজপত্র ব্যবহার করে বসবাসকারী কিছু বাংলাদেশি মাদক পাচার ও মানবপাচারের মতো অপরাধের সঙ্গে জড়িত।
মন্ত্রী আরও জানান, আগে আটক হওয়া চার বাংলাদেশির মধ্যে দুজন আল-কায়েদার স্লিপার সেলের সদস্য হিসেবে কাজ করছিল বলে গোয়েন্দা তথ্য রয়েছে। বর্তমানে আটককৃতদের বিরুদ্ধে বিস্তারিত তদন্ত চলছে।
এদিকে, সম্প্রতি কাশ্মীরের পহেলগামে পর্যটকদের ওপর হামলার পর ভারত পাকিস্তানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে। পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল করে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং প্রতিটি রাজ্যকে নিজ নিজ অঞ্চলে অবৈধ বিদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে।
Leave a Reply