গাজায় চলমান সংঘর্ষ ও মানবিক বিপর্যয়ের প্রেক্ষাপটে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা (UNRWA) ইসরায়েলের বিরুদ্ধে “মানবসৃষ্ট এবং উদ্দেশ্যপ্রণোদিত দুর্ভিক্ষ” সৃষ্টির অভিযোগ তুলেছে। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP) জানিয়েছে, অঞ্চলটিতে খাদ্য সহায়তার মজুদ সম্পূর্ণরূপে শেষ হয়ে গেছে।
জাতিসংঘের খাদ্য অধিকার বিষয়ক বিশেষ দূত মাইকেল ফাখরি স্পষ্টভাবে বলেন, “ইসরায়েল ৫০ দিনেরও বেশি সময় ধরে গাজায় অবরোধ জারি রেখে কার্যত একক পক্ষীয়ভাবে দুর্ভিক্ষ চালিয়ে যাচ্ছে, অথচ এ বিষয়ে কোনো আন্তর্জাতিক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে না।”
শুক্রবার (২৫ এপ্রিল) ভোর থেকে গাজা জুড়ে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৪৫ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় চিকিৎসা সূত্র। প্রতিদিনই বাড়ছে হতাহতের সংখ্যা, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে।
প্রতিবেদন অনুযায়ী, ১৮ মাস ধরে চলমান সংঘাতে এ পর্যন্ত গাজায় কমপক্ষে ৫১,৪৩৯ জন ফিলিস্তিনি নিহত এবং ১,১৭,৪১৬ জন আহত হয়েছেন। গাজা সরকার বলছে, প্রকৃত মৃত্যুর সংখ্যা ৬১,৭০০ ছাড়িয়ে গেছে এবং ধ্বংসস্তূপের নিচে আরও হাজারো মানুষ নিখোঁজ রয়েছেন, যাদের অধিকাংশই মৃত বলে আশঙ্কা করা হচ্ছে।
এই প্রেক্ষাপটে আরও জানা গেছে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে ইসরায়েলে চালানো হামলায় কমপক্ষে ১,১৩৯ জন নিহত হন এবং দুই শতাধিক মানুষকে জিম্মি করা হয়, যা সংঘর্ষের সূচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এই মানবিক বিপর্যয়ের অবসানে আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি হস্তক্ষেপ এখন সময়ের দাবি হয়ে উঠেছে।
Leave a Reply