কাশ্মীরের পহেলগামে প্রাণঘাতী সন্ত্রাসী হামলার পর কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে ভারত সরকার। পাকিস্তানের বিরুদ্ধে ধারাবাহিক পাঁচটি কঠোর পদক্ষেপের অংশ হিসেবে এবার সব ধরনের ভিসা পরিষেবা স্থগিত করেছে নয়াদিল্লি।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) এক আনুষ্ঠানিক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পাকিস্তানি নাগরিকদের জন্য জারি করা সব বৈধ ভিসা আগামী রোববার (২৭ এপ্রিল) থেকে বাতিল বলে গণ্য হবে। এরই মধ্যে মেডিকেলসহ সব ধরনের ভিসা স্থগিত করা হয়েছে এবং ভারত সফররত পাকিস্তানিদের ৭২ ঘণ্টার মধ্যে দেশটি ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম NDTV-এর প্রতিবেদনে বলা হয়, জাতীয় নিরাপত্তা পরিষদের সুপারিশ অনুযায়ী এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। এর ফলে এখন থেকে পাকিস্তানি নাগরিকদের জন্য নতুন ভিসা ইস্যু বন্ধ থাকবে। পাশাপাশি, যেসব পাকিস্তানি বর্তমানে ভারতে অবস্থান করছেন, তাদের ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই দেশে ফিরে যাওয়ার অনুরোধ জানানো হয়েছে।
শুধুমাত্র মেডিকেল ভিসার ক্ষেত্রে সীমিত সময়ের ছাড় রাখা হয়েছে। এসব ভিসা ২৯ এপ্রিল পর্যন্ত বৈধ থাকবে বলে জানায় মন্ত্রণালয়।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটির নাগরিকদের পাকিস্তান ভ্রমণে বিরত থাকার পরামর্শ দিয়েছে। যারা বর্তমানে পাকিস্তানে অবস্থান করছেন, তাদের দ্রুত দেশে ফিরে আসার নির্দেশনা দেওয়া হয়েছে।
Leave a Reply