আজ (২৪ এপ্রিল) রাত ১টার মধ্যে ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ থেকে ৮০ কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে এসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য প্রকাশিত সাময়িক পূর্বাভাসে বলা হয়, পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে আসা দমকা অথবা ঝড়ো হাওয়া এই দুই অঞ্চলে ক্ষণিকের জন্য প্রভাব ফেলতে পারে।
বিপদ এড়াতে ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এই সময় নৌযান চলাচল ও আউটডোর কার্যক্রমে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
আবহাওয়া অফিসের পক্ষ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী নির্দেশনা দেওয়া হবে বলে জানানো হয়েছে।
Leave a Reply