বাংলাদেশে দ্রুততম সময়ে স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট পরিষেবা চালুর লক্ষ্যে মার্কিন প্রযুক্তি জায়ান্ট স্পেসএক্স চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতিতে রয়েছে। কাতারে অনুষ্ঠিত ‘আর্থনা সামিট ২০২৫’-এর ফাঁকে এক বিশেষ বৈঠকে এই অগ্রগতির বিষয়ে আলোচনা হয়েছে।
গত বুধবার (২৩ এপ্রিল) দোহায় বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন স্পেসএক্সের গ্লোবাল এনগেজমেন্ট বিভাগের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার। বৈঠকে দুই পক্ষই বাংলাদেশে স্পেসএক্স সেবার সম্ভাব্য কার্যক্রম দ্রুত চালুর বিষয়ে ইতিবাচক আলোচনা করেন।
দীর্ঘ দুই দশক ধরে ইলন মাস্কের সঙ্গে কাজ করা ড্রেয়ার জানান, তারা প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছেন। তিনি বলেন,
আমার টিমকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে মে মাসের মধ্যেই প্রযুক্তিগত উৎক্ষেপণের জন্য সম্পূর্ণ প্রস্তুত থাকে।
অধ্যাপক ইউনূস এ বিষয়ে বলেন, “বাংলাদেশের মানুষ এ সেবার অপেক্ষায় দিন গুনছে। এটি দেশে একটি বড় ঘটনা হতে যাচ্ছে এবং সময় মতো এর আনুষ্ঠানিক উদ্বোধন বড় পরিসরে উদযাপন করা হবে।”
স্পেসএক্সের পাশাপাশি, ইলন মাস্কের আরেক প্রতিষ্ঠান পেপ্যালও এই উদ্যোগে ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখবে বলে আলোচনায় উঠে এসেছে।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ।
Leave a Reply