ভারতের কর্নাটকে চাঞ্চল্যকর এক হত্যাকাণ্ডে নিহত হয়েছেন রাজ্যের প্রাক্তন পুলিশ মহাপরিচালক (ডিজিপি) ওম প্রকাশ। গত ২০ এপ্রিল, রবিবার রাতে বেঙ্গালুরুর নিজ বাসভবন থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এই হত্যাকাণ্ডের মূল সন্দেহভাজন হিসেবে তার স্ত্রী পল্লবী ও কন্যা কৃতিকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন দাম্পত্য কলহের একপর্যায়ে পল্লবী প্রথমে ওম প্রকাশের মুখে মরিচের গুঁড়ো ছুড়ে দেন। এরপর তিনি যখন ব্যথা থেকে মুক্তি পেতে ছুটে বেরোনোর চেষ্টা করেন, তখন পল্লবী একাধিকবার তাকে ছুরিকাঘাত করেন। ঘটনাস্থলেই ওম প্রকাশের মৃত্যু হয়।
হত্যাকাণ্ডের পর পল্লবী তার এক বন্ধুকে ভিডিও কলে জানিয়ে বলেন, “আমি দানবটাকে শেষ করে দিয়েছি।”
পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, দম্পতির মধ্যে দীর্ঘদিন ধরেই সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। জানা গেছে, ওম প্রকাশ তার বোনের নামে একটি জমি কিনেছিলেন, যা তার স্ত্রী নিজের নামে নিতে চাপ দিচ্ছিলেন। এছাড়া, আরও একটি সম্পত্তি তার ছেলের নামে রেজিস্ট্রার করানো নিয়েও পল্লবীর অসন্তোষ ছিল। এইসব ইস্যু ঘিরে তাদের মধ্যে বারবার উত্তেজনা তৈরি হয়।
সূত্রের মতে, ঘটনার আগের দিনগুলোতেও তাদের মধ্যে বাকবিতণ্ডা তীব্র আকার ধারণ করে। এমনকি পল্লবী একবার প্রাক্তন আইপিএস অফিসারদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি বার্তায় অভিযোগ করেন, ওম প্রকাশ তার বিরুদ্ধে বন্দুক ব্যবহারের হুমকি দিয়েছেন। তিনি একাধিকবার প্রতিবেশী ও পুলিশের কাছে স্বামীর বিরুদ্ধে অভিযোগও করেছেন এবং একবার তাদের বাড়ির সামনেই বিক্ষোভ করেছিলেন।
ঘটনার তদন্ত এখনও চলমান। সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধই হত্যার মূল কারণ হিসেবে পুলিশ প্রাথমিকভাবে মনে করছে।
Leave a Reply