আবারও বিতর্কের কেন্দ্রে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিটার হেগসেথ। ইয়েমেনে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক অভিযানের গুরুত্বপূর্ণ তথ্য আগেই নিজের স্ত্রী, ভাই ও ব্যক্তিগত আইনজীবীর সঙ্গে ভাগ করে নিয়েছিলেন তিনি—এমনটাই জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
সূত্র অনুযায়ী, গত ১৫ মার্চ হুতিদের অবস্থান লক্ষ্য করে মার্কিন বাহিনীর চালানো হামলার আগে হেগসেথ তার ঘনিষ্ঠদের সঙ্গে এই সংবেদনশীল তথ্য আলোচনা করেন। আলোচনার মাধ্যম ছিল একটি ব্যক্তিগত চ্যাট গ্রুপ, যার নাম ছিল ‘ডিফেন্স। টিম হাড্ল’। সেখানে হেগসেথের স্ত্রী (ফক্স নিউজের সাবেক প্রযোজক), ভাই (পেন্টাগনের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের একজন লিয়াজোঁ) ও অন্যান্য ঘনিষ্ঠরা সদস্য ছিলেন।
এর আগেও হেগসেথ একই ধরনের এক ভুলে আলোচনায় এসেছিলেন, যখন তিনি হোয়াইট হাউসের একটি গোপন গ্রুপ চ্যাটে ভুল করে এক সাংবাদিককে যুক্ত করে দেন। ফলে গোপন হামলার তথ্য সেই সাংবাদিকের কাছে আগেভাগেই পৌঁছে যায়। তখনো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হেগসেথের পক্ষেই অবস্থান নিয়েছিলেন।
নিউইয়র্ক টাইমসের একটি প্রতিবেদন বলছে, হেগসেথ তার ব্যক্তিগত ফোন থেকেই এই চ্যাট গ্রুপে আলোচনা চালিয়ে যান, যেখানে সরকারি সংবেদনশীলতা বজায় রাখার জন্য নির্ধারিত বিশেষ মোবাইল ব্যবহারের নির্দেশনা রয়েছে। অভিযোগ উঠেছে, ওই আলোচনায় বিমান হামলার সময়সূচি, লক্ষ্যবস্তু এবং গোলাবর্ষণের কৌশল নিয়েও বিস্তারিত কথা হয়।
এই ঘটনা হেগসেথের বিশ্বাসযোগ্যতা ও ট্রাম্প প্রশাসনের নিরাপত্তা নীতির প্রতি প্রশ্ন তুলেছে। নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের তথ্য ফাঁস জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ।
Leave a Reply