গাজার নাগরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ ও প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটি সম্প্রতি সংঘটিত এক ভয়াবহ ঘটনার স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে। তারা অভিযোগ করছে, গত মাসে ইসরায়েলি বাহিনীর হামলায় প্রাণ হারানো ১৪ জন ফিলিস্তিনি জরুরি সহকারী এবং এক জাতিসংঘ কর্মীর মৃত্যুর ঘটনার তদন্তে ইসরায়েলি ভার্সন গ্রহণযোগ্য নয়।
এদিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ছে। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা দাবি করেছে, মার্কিন বাহিনী দেশটির একটি ব্যস্ত বাজারে বিমান হামলা চালিয়ে অন্তত ১২ জনকে হত্যা করেছে। এর জবাবে তারা একটি মার্কিন বিমানবাহী রণতরীতে হামলা চালিয়েছে বলেও জানায়।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় আরও ৩৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া চলমান সংঘর্ষে এ পর্যন্ত ৫১,২৪০ জনেরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন ১,১৬,৯৩১ জন।
তবে গাজার সরকারি মিডিয়া অফিস বলছে, প্রকৃত মৃতের সংখ্যা আরও বেশি হতে পারে। তাদের হিসাব অনুযায়ী, এই সংখ্যা ইতোমধ্যেই ৬১,৭০০ ছাড়িয়ে গেছে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া হাজারো মানুষের ভাগ্য এখনো অজানা।
প্রসঙ্গত, গত ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে ইসরায়েলের ওপর চালানো এক আক্রমণে ১,১৩৯ জন নিহত হন এবং ২০০ জনের বেশি মানুষকে জিম্মি করা হয়—যা এই সংঘর্ষের সূচনা বিন্দু হয়ে দাঁড়ায়।
Leave a Reply