পবিত্র আল-আকসা মসজিদকে ঘিরে আবারও তৈরি হয়েছে উত্তেজনা ও শঙ্কা। মুসলিমদের তৃতীয় পবিত্রতম এই স্থানের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন আন্তর্জাতিক সম্প্রদায়।
সম্প্রতি কয়েকটি কট্টর ডানপন্থি ইসরাইলি মিডিয়া প্ল্যাটফর্মে প্রকাশ পেয়েছে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-নির্ভর ভিডিও, যেখানে দেখানো হয়েছে আল-আকসা মসজিদ ধ্বংস করে সেখানে “থার্ড টেম্পল” নির্মাণের চিত্র।
ভিডিওটি প্রকাশ করেছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজে জানানো হয়, ভিডিওটির ওপর লেখা ছিল “Next Year in Jerusalem, Messiah Now”—একটি উসকানিমূলক বার্তা, যা জেরুজালেমে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।
এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ফিলিস্তিনের পররাষ্ট্র ও প্রবাসী মন্ত্রণালয়। তারা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, অবৈধ ইসরাইলি বসতি স্থাপনকারীরা মসজিদটি ভেঙে সেখানে টেম্পল নির্মাণের পরিকল্পনা করছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, হিব্রু ভাষার প্ল্যাটফর্মগুলোতে এসব চরমপন্থি গোষ্ঠী নিজেদের পরিকল্পনা নিয়ে খোলাখুলি আলোচনা করছে। এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক বিবৃতিতে ফিলিস্তিনি মন্ত্রণালয় জানায়, “আল-আকসা মসজিদ ধ্বংসের পরিকল্পনা শুধু ধর্মীয় উসকানি নয়—এটি পুরো জেরুজালেম অঞ্চলে স্থিতিশীলতার জন্য হুমকি।”
বিবৃতিতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়েছে, যেন তারা বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখে এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করে।
Leave a Reply