ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আরও একটি মাইলফলক স্পর্শ করলেন বিরাট কোহলি। অস্ট্রেলিয়ান তারকা ডেভিড ওয়ার্নারকে টপকে আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি ফিফটি করার রেকর্ড এখন ভারতীয় এই ব্যাটিং আইকনের দখলে।
রোববার (২০ এপ্রিল) মুল্লানপুরের মহারাজা যাদবিন্দ্র সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে পাঞ্জাব কিংসের বিপক্ষে নিজের ৬৭তম ফিফটি তুলে নেন কোহলি। এর মধ্য দিয়ে ওয়ার্নারের আগের রেকর্ড (৬৬টি ফিফটি) পেছনে ফেলেন তিনি। উল্লেখযোগ্যভাবে, ওয়ার্নারের ঝুলিতে রয়েছে ৬২টি ফিফটি ও ৪টি শতক।
এই ঐতিহাসিক ইনিংসে অপরাজিত ৭৩ রান করেন কোহলি, যা দলের জয়ে বড় অবদান রাখে। পাঞ্জাব কিংসের দেওয়া ১৫৮ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৭ বল হাতে রেখেই জয় তুলে নেয়, হারায় মাত্র ৩টি উইকেট।
এই জয়ে পয়েন্ট টেবিলে বড়সড় লাফ দিয়েছে আরসিবি, উঠে এসেছে তৃতীয় স্থানে। আশ্চর্যজনকভাবে, এবারের আসরে তাদের সবগুলো জয়ই এসেছে প্রতিপক্ষের মাঠে—ঘরের মাঠে এখনো জয়শূন্য তারা।
বর্তমানে আইপিএলে সর্বোচ্চ ফিফটির তালিকায় শীর্ষে বিরাট কোহলি (৬৭), এরপর রয়েছেন ডেভিড ওয়ার্নার (৬৬), শিখর ধাওয়ান (৫৩), রোহিত শর্মা (৪৫) এবং লোকেশ রাহুল (৪৩)।
Leave a Reply