ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যাত হওয়ার পর গাজায় সামরিক অভিযান আরও জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শনিবার রাতে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি বলেন, “ইসরায়েলের বিজয় না হওয়া পর্যন্ত আমাদের অস্তিত্বের জন্য এই লড়াই অব্যাহত রাখতে হবে।”
নেতানিয়াহু আরও জানান, “যুদ্ধের মূল্য যে কঠিন, তা আমরা জানি। তবুও এই মুহূর্তে আমাদের সামনে কোনো বিকল্প নেই। আমি সেনাবাহিনীকে গাজায় অভিযান আরও জোরদার করার নির্দেশ দিয়েছি।”
এদিকে ইসরায়েলি বাহিনী গত ২৪ ঘণ্টায় গাজা উপত্যকায় ব্যাপক হামলা চালিয়েছে। শুধুমাত্র শনিবারের অভিযানে প্রাণ হারিয়েছেন অন্তত ৫২ জন ফিলিস্তিনি। সংঘাতের শুরু থেকে এ পর্যন্ত প্রাণহানির সংখ্যা ছাড়িয়েছে ৫১ হাজার এবং আহত হয়েছেন লাখেরও বেশি মানুষ—বলেন সংশ্লিষ্ট মানবাধিকার সংস্থাগুলো।
ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ইসরায়েলি সেনারা এখন পর্যন্ত গাজার প্রায় ১৮৫ বর্গকিলোমিটার এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে, যা উপত্যকার মোট এলাকার প্রায় অর্ধেক।
এছাড়া, ইসরায়েল গাজার অভ্যন্তরে তিনটি করিডর—ফিলাডেলফি, মোরাগ ও নেতজারিম—স্থাপন করেছে, যেগুলো গাজার ভৌগোলিক কাঠামোকে বিভক্ত করছে। এই অঞ্চলগুলোকে ‘নিরাপত্তা এলাকা’ হিসেবে ঘোষণা করেছে ইসরায়েল।
Leave a Reply