সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি শুরু হয়েছে টস ভাগ্য বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর পক্ষে যাওয়ার মাধ্যমে। রোববার (২০ এপ্রিল) টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শান্ত, জানিয়ে দিয়েছেন উইকেটের চরিত্রে ভরসা রাখছেন তারা।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের সবুজ ঘাসযুক্ত উইকেটকে ঘিরে কিছুটা চমকই দিয়েছে টাইগার একাদশ। দীর্ঘদিন পর তিন পেসার নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। পেস ইউনিটে আছেন নাহিদ রানা, হাসান মাহমুদ ও খালেদ আহমেদ।
রক্ষণ সামলানোর দায়িত্ব পেয়েছেন নতুন মুখ জাকের আলি অনিক, যিনি নিয়মিত কিপার লিটন দাসের অনুপস্থিতিতে গ্লাভস হাতে নিচ্ছেন। স্পিন বিভাগে আছেন দুই অভিজ্ঞ—তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ। অলরাউন্ডার মিরাজের উপস্থিতিতে বাংলাদেশ পাচ্ছে ব্যাটিং গভীরতা, যা দলকে ব্যাটিং লাইনআপে বাড়তি স্থায়িত্ব দিতে পারে।
টস নিয়ে শান্ত বলেন, “উইকেট ভালো দেখাচ্ছে, বাউন্স আছে—এই কন্ডিশনে আগে ব্যাট করাটাই সঠিক সিদ্ধান্ত।” একই সঙ্গে জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেইগ আরভিনও জানান, টস জিতলে তারাও ব্যাটিংকেই বেছে নিতেন।
দুই দলই তিনজন করে পেসার নিয়ে খেলছে, যা ম্যাচের প্রতিদ্বন্দ্বিতা বাড়িয়ে তুলবে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।
বাংলাদেশ একাদশ:
মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত (অধায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, জাকের আলি অনিক (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, খালেদ আহমেদ, নাহিদ রানা।
জিম্বাবুয়ে একাদশ:
বেন কারান, ব্রায়ান বেনেট, নিল ওয়েলক, ক্রেইগ আরভিন (অধায়ক), শন উইলিয়ামস, ওয়েসলি মাধভেরে, এনইয়াশা মায়াভু, ওয়েলিংটন মাসাকাদজা, রিচার্ড এনগারাভা, ব্লেসিং মুজারাবানি, ভিক্টোর নিয়াউচি।
Leave a Reply