সিলেট টেস্টের প্রথম দিন শেষে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে—দক্ষিণ আফ্রিকা সফরের মতোই আবারও ব্যাটিং বিপর্যয়ের চিত্র দেখা গেল টাইগারদের ইনিংসে। ব্যাটিং ব্যর্থতায় মাত্র ৬১ ওভারেই ১৯১ রানে গুটিয়ে যায় বাংলাদেশের প্রথম ইনিংস। এরপর কোনো উইকেট না হারিয়ে ৬৭ রান তুলে দিনের খেলা শেষ করে চালকের আসনে বসেছে জিম্বাবুয়ে।
দিনের শুরুটা যদিও বাংলাদেশ দলের জন্য আশাব্যঞ্জক ছিল। সাবধানী সূচনা করেছিলেন দুই ওপেনার সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়। তবে ইনিংস লম্বা করতে পারেননি কেউই। সাদমান (১২) ক্যাচ তুলে দিয়ে ফিরলে, জয়ও ফিরে যান ১৪ রানে।
তৃতীয় উইকেটে শান্ত ও মুমিনুল হক কিছুটা প্রতিরোধ গড়েন। তাঁদের জুটিতে আসে ৬৬ রান। তবে শান্ত (৪০) ফিরে গেলে ধস নামতে শুরু করে। মুশফিকুর রহিম করেন মাত্র ৪ রান, যদিও মুমিনুল তুলে নেন একটি কার্যকর ফিফটি। কিন্তু তাঁর ইনিংসও বেশিদূর টেকেনি।
মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম এবং হাসান মাহমুদ দ্রুত বিদায় নেন। শেষদিকে প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও, তা বেশিক্ষণ স্থায়ী হয়নি।
জিম্বাবুয়ের হয়ে মুজারাবানি ও মাসাকাদজা সমান ৩টি করে উইকেট নেন। এছাড়া নিয়াউচি ও অন্যান্য বোলাররাও নিয়ন্ত্রিত বোলিংয়ে বাংলাদেশের ব্যাটিংকে চাপে ফেলেন।
দিন শেষে জিম্বাবুয়ে এখন ১২৪ রানে পিছিয়ে থাকলেও হাতে রয়েছে ১০ উইকেট, ফলে মানসিক ও কৌশলগত দিক থেকে তারা অনেকটাই এগিয়ে।
Leave a Reply